• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘তাহলে কি পানির সমস্যার কথা ভুলে যেতে হবে?’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

জাতীয়

‘তাহলে কি পানির সমস্যার কথা ভুলে যেতে হবে?’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, সমস্যার কথা বলে সম্পর্ক নষ্ট করতে চাই না।’ ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাহলে কি পানির সমস্যা, সীমান্তে হত্যার কথা ভুলে যেতে হবে? গতকাল বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির উদ্যোগে হোটেল পূর্বাণীতে আয়োজিত ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সম্পর্ক চায়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে হবে। নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক চায় না বাংলাদেশের জনগণ। বিএনপি আশা করে, দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি, সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। রোহিঙ্গা সমস্যা তৈরি হয়েছে ভারত ও চীনের কারণে। তাদের সঙ্গে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে হবে।

চলমান মাদকবিরোধী অভিযানের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, ক্রসফায়ারে মাদক সমস্যার সমাধান হবে না। পৃথিবীর অনেক দেশ এভাবে চেষ্টা করে সফল হয়নি। মাদক বন্ধে সরকারকে নিজের ঘরে অভিযান চালানোর পরামর্শ দিয়ে এ সামাজিক সমস্যা প্রতিরোধে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব  দেন বিএনপির এই শীর্ষ নেতা।

মির্জা ফখরুল বলেন, চলতি বছর নির্বাচনের বছর। এ জন্য অস্থিরতা বাড়ছে। খুলনায় একতরফা নির্বাচন করে জনগণের বিজয় ছিনিয়ে নিয়েছে সরকার। এখন গাজীপুরে মহড়া দিচ্ছে। এ মহড়া থেকে বোঝা যাচ্ছে সেখানে কী নির্বাচন হবে। বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো জনগণের ওপর চেপে বসেছে মন্তব্য করে জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।

খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, তার জামিন পাওয়ার অধিকার থাকলেও তা দেওয়া হচ্ছে না। হাইকোর্টে জামিনের আবেদন করা হয়েছে। সেখানেও জামিন না দিয়ে চার দিন ধরে শুনানি করছে, যা নজিরবিহীন। এর মাধ্যমে সরকার তাদের নিজের লক্ষ্যে পৌঁছাতে চাইছে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনপিপির সভাপতি ড. ফরহাদ উদ্দিন ফরহাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জাতীয় পার্টির নেতা (কাজী জাফর) আহসান হাবীব লিংকনসহ ২০-দলীয় জোটের নেতারা ইফতারে অংশ নেন।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান এনপিপির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত বক্তব্য দেন এনপিপির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফা। এ ছাড়া দলটির প্রেসিডিয়াম সদস্য এম ওহিদুর রহমান, নজরুল ইসলাম, আ ক ম জহির হোসেন হাকিম, ভাইস চেয়ারম্যান বেলাল আহমেদ, যুগ্ম মহাসচিব মো. ফরিদ উদ্দীন ইফতার মাহফিলে অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads