• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে :  স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ছবি সংরক্ষিত

জাতীয়

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে :  স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

মাদক নির্মূল না হওয়া পর্যন্ত চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ রোববার দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

চলমান মাদকবিরোধী অভিযান কত দিন চলবে- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, যতদিন পর্যন্ত মাদক নির্মূল না হবে তত দিন পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অলআউট যুদ্ধে নেমেছি। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নির্মূলের মতো মাদকও আমরা নির্মূল করব। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারের সঙ্গে যারাই যুক্ত, তারা যে দলেরই হোক, যে মতেরই হোক, যত শক্তিশালীই হোক তাঁদের নির্মূল করবই আমরা।

 তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই যুদ্ধ অলআউট যুদ্ধ। আমরা বিজয়ই হবই।

বৈঠকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads