• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আলোচনায় উঠবে রোহিঙ্গা ইস্যু

থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী ঢাকায় আলোচনায় উঠবে রোহিঙ্গা ইস্যু

সংরক্ষিত ছবি

জাতীয়

ঢাকায় থাই রাজকুমারী

আলোচনায় উঠবে রোহিঙ্গা ইস্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৮

থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী সিরিনধরন চার দিনের সফরে গতকাল সোমবার ঢাকা এসেছেন। ১১ সদস্যের উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম ও ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবান্নেপংসে।

বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর থাই রাজকুমারী হোটেল র‍্যাডিসন ব্লু’র উদ্দেশে রওনা হন। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। রাজকুমারী তার মরহুম বাবা রাজা ভূমিবলের প্রতিষ্ঠিত ‘রয়েল চাইপাতানা ফাউন্ডেশন’-এর অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন বেশকিছু প্রকল্প পরিদর্শন ও নতুন প্রকল্প উদ্বোধন করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রামে জাতিতাত্ত্বিক জাদুঘর, ঢাকার উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর কৃষি উন্নয়ন করপোরেশনও পরিদর্শন করবেন তিনি।

এ সফরে হাই প্রোফাইল বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে দেশটির সমর্থন চাইবে ঢাকা। রাজকুমারীর এ সফরের মাধ্যমে বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী দুই দেশের মধ্যে সম্পর্ক একটি ভিন্ন মাত্রা পাবে বলে জানিয়েছেন থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনীম।

থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের দ্বিতীয় কন্যা মহাচক্রী সিরিনধরন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন। তার সম্মানে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর দেওয়া নৈশভোজেও অংশ নেবেন।

সূচি অনুযায়ী মহাচক্রী আগামীকাল বুধবার চট্টগ্রামে একটি প্রকল্প পরিদর্শন করবেন। টাইগারপাস এলাকায় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় চট্টগ্রামে পাহাড় ক্ষয় প্রতিরোধে একটি নতুন পরিবেশ সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করবেন।

২০১৭ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমন সুবান্নেপংসে চট্টগ্রামের পাহাড়ে বিন্না ঘাস প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সাক্ষাৎ করেন। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম জানান, বাংলাদেশের খ্যাতিমান বিজ্ঞানী ড. শরীফুল ইসলামের উদ্ভাবন বিন্না ঘাস প্রকল্প থাইল্যান্ডে বাস্তবায়ন করে সফলতা অর্জন করেছে। এই ধারাবাহিকতায় শরীফুল ইসলামের উদ্যোগ ও আবেদনে সাড়া দিয়ে থাই সরকারের পক্ষ থেকে দেশটির রাষ্ট্রদূত নাছির উদ্দীনের কাছে চট্টগ্রামের পাহাড়ে বিন্না ঘাস প্রকল্প বাস্তবায়নের বিষয়ে প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনায় মেয়রের সম্মতি নিয়ে চট্টগ্রামের পাঁচটি পাহাড়ে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হয়।

এর আগে ২০১০ এবং ২০১১ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন রাজকুমারী মহাচক্রী সিরিনধরন। সে সময়ও তিনি ঢাকার বাইরে একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads