• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘মাদক ব্যাবসায়ীদের মানবাধিকারের বিষয়টিও বিবেচনা করা উচিত’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক

সংরক্ষিত ছবি

জাতীয়

‘মাদক ব্যাবসায়ীদের মানবাধিকারের বিষয়টিও বিবেচনা করা উচিত’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সংবিধানে বর্ণিত অধিকার সুরক্ষিত হওয়ার বিষয় নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে লেখা চিঠিতে তিনি এ অনুরোধ জানান। অভিযুক্ত আসামি, সন্দেহভাজন ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের মানবাধিকারের বিষয়টি যাতে যথাযথভাবে বিবেচনা করা হয় এবং সে বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় চিঠিতে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, সম্প্রতি মাদকবিরোধী অভিযানে বহু অভিযুক্ত মাদক ব্যবসায়ী নিহত এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহত হওয়ার ঘটনা দেশব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অভিযুক্তদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের বিষয়টিও চিঠিতে তুলে ধরা হয়। চিঠিতে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা উল্লেখ করে আরো বলা হয়েছে, মৌলিক অধিকারের প্রাথমিক রক্ষাকর্তা হলো রাষ্ট্র। তাই রাষ্ট্র এবং সকল সরকারি সংস্থার প্রধানের দায়িত্ব হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনা নিশ্চিত করার পাশাপাশি মানবাধিকারের বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads