• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান

সংরক্ষিত ছবি

জাতীয়

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

আজ ৩০ মে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিন রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল সৈনিকের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি দিবসটিকে তার শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে আসছে।

দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে রাজধানীতে আজ থেকে তিন দিন দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। প্রতি বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নগরীর পথে পথে এই খাবার বিতরণ করতেন। এবারই প্রথম অনুপস্থিত তিনি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্বামীর মৃত্যুবার্ষিকীতে ইবাদত-বন্দেগিতে দিন পার করবেন কারাবন্দি খালেদা।

জিয়া ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। বাবা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া বাবার সঙ্গে কলকাতায় এবং দেশ ভাগের পর করাচি চলে যান। শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। বিএনপির দাবি, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যখন নিরস্ত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে জিয়াউর রহমানই তখন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধে তিনি একটি সেক্টরের অধিনায়কের দায়িত্ব পালন করেন। বীরত্বের স্বীকৃতিস্বরূপ পান বীরোত্তম খেতাব।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ‘এক বিশেষ প্রেক্ষাপটে’ জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে খোন্দকার মোশতাক আহমদ ক্ষমতাচ্যুত হলে সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াকে গৃহবন্দি করা হয়। একপর্যায়ে সিপাহি-জনতার মিলিত প্রয়াসে জিয়াকে মুক্ত করা হয় এবং নেতৃত্বের হাল ধরেন তিনি।

কর্মসূচি : ১০ দিনের কর্মসূচির মধ্যে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। আজ সকাল ১০টায় জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। কবর প্রাঙ্গণে মিলাদ মাহফিল, আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা প্রভৃৃতির আয়োজন থাকবে। আজ বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নেতাকর্মীরা কালো ব্যাজ বুকে ধারণ করবেন। মহানগরের প্রতিটি থানায় দুস্থদের মধ্যে কাপড় ও ইফতারসামগ্রী বিতরণ করা হবে। ছাত্রদলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনী হবে। বিভাগীয় শহরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে হবে বইমেলা। বিএনপি কেন্দ্রীয়ভাবে প্রকাশ করবে পোস্টার; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার করা হবে বিশেষ ক্রোড়পত্র ও দৃশ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads