• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

সংরক্ষিত ছবি

জাতীয়

ফ্রান্সে স্পিকার

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন চায় বাংলাদেশ। গত শুক্রবার প্যারিসে ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপ আয়োজিত রোহিঙ্গা পরিস্থিতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।

সংসদ সচিবালয় থেকে গতকাল শনিবার পাঠানো এক সংবাদ বিবরণীতে বলা হয়েছে, সম্মেলনে স্পিকার বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়ে মানবতার এক নবদিগন্ত উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইপিইউ সম্মেলনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এবং তাদের মানবাধিকার সংরক্ষণে রেজল্যুশন গৃহীত হয়েছে। ঢাকায় অনুষ্ঠিত সিপিএ সম্মেলনেও রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়ার ঘোষণা গৃহীত হয়।’

তিনি আরো বলেন, ফ্রান্স-বাংলাদেশ মৈত্রী গ্রুপের এ ধরনের আয়োজনের কারণে বিশ্বের অন্যান্য পার্লামেন্টেও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্ব পাবে। ড. শিরীন বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সজাগ দৃষ্টি ও অকুণ্ঠ সমর্থন কামনা করেন।

ফ্রান্স-গাম্বিয়া মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট জাঁ-ফ্রাঙ্কোয়ে বায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে আরো বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ড্যানিয়েল অবনো, মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. মং জারনি, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, তুন খিন, রোহিঙ্গা বিষয়ক আইনবিদ নুরুল ইসলাম, ন্যা সাঁ লুই, প্রফেসর সি আবরার, প্রফেসর ইউসুফ বালসি প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads