• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
নো-ম্যান্স ল্যান্ড থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার

সংগৃহীত ছবি

জাতীয়

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

নো-ম্যান্স ল্যান্ড থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার

  • টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুন ২০১৮

নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। দেশটির রক্ষা সীমান্ত বাহিনী বিজিপির মংডু আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও এ আগ্রহের কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকালে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে আঞ্চলিক কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে সাংবাদিকদের মাঈন টুওর এ সম্মতির কথা জানান বিজিবির কক্সবাজার আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিবুল্লাহ।

রাকিবুল্লাহ আরো জানান, পতাকা বৈঠকে বিজিপি কর্মকর্তারা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সন্ত্রাসী বাহিনীর অস্তিত্ব থাকার দাবি করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বিজিবিকে অনুরোধ করা হয়েছে। বিজিবি বিষয়টি খতিয়ে দেখার কথা বলেছে। এ ছাড়া মিয়ানমার সীমান্তে থাকা ইয়াবা কারখানার বিষয়েও কথা হয়েছে। মাঈন টুও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

পতাকা বৈঠকে যৌথ টহল জোরদার, উন্নত যোগাযোগ, খেলাধুলা ও সাংস্কৃতিক বিনিময়ে পারস্পরিক জোরদারের অঙ্গীকার করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের বিজিবির আঞ্চলিক সদর দফতরে শুরু হওয়া বৈঠক বিকাল ৪টা পর্যন্ত চলে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল এসএম রাকিবুল্লাহ। মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মাঈন টুও।

বিজিপির গুলিতে শিশু আহত : এদিকে পতাকা বৈঠক চলাকালে বিকালে নো-ম্যান্স ল্যান্ডে ফুটবল খেলার সময় বিজিপির গুলিতে আনসার উল্লাহ নামের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। সে নো-ম্যান্স ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা জমি উল্লাহর ছেলে। ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সংবাদের সত্যতা নিশ্চিত করেন। ধুমধুম কোনার পাড়া নো-ম্যান্স ল্যান্ডে প্রায় ৫ হাজারের মতো রোহিঙ্গা অবস্থান করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads