• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে

ছবি : সংগৃহীত

জাতীয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৮

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় নেতাদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। 

আন্দোলনকারীদের কয়েকজন জানান, সংবাদ সম্মেলন কর্মসূচির বিষয়ে আগেই ঘোষণা দেওয়া ছিল। সেই অনুযায়ী শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে  আন্দোলনকারীরা জড়ো হতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা হয়। 

হামলায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক, পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হোসেনসহ অনেকে গুরুত্বর আহত হন।। তাদেরকে ঢাকা মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়। এ হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’  

তবে হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘ছাত্রলীগ কোনো হামলা চালায়নি। ছাত্রলীগ ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর। আমরা শুনেছি আন্দোলনকারীদের দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’ 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads