• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
ঢাকায় আন্তর্জাতিক সংস্থার প্রধানরা

ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম

সংরক্ষিত ছবি

জাতীয়

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ

ঢাকায় আন্তর্জাতিক সংস্থার প্রধানরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। গতকাল শনিবার বিকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও দুপুরে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার ম্যারার এসে পৌঁছান। এদিন রাত পৌনে ২টায় পৌঁছার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের।

মহাসচিবের সঙ্গে আসছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি ও জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক ড. নাতালিয়া কানিম। ইতোমধ্যে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি এবং যুক্তরাজ্যের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড। সফররত অবস্থায় সবাই কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ সময় তারা রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করে তাদের স্বেচ্ছা, নিরাপদ ও নাগরিকত্বের সঙ্গে প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন।

জাতিসংঘ মহাসচিব গুতেরেজ দুই দিনের সফরে কর্মসূচি অনুযায়ী আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে দুপুরে হোটেল র্যাডিসনে জাতিসংঘের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় তার একটি স্কুল পরিদর্শনের কথা রয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট একই সময়ে তার দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বিকালে হোটেল র্যাডিসনে জাতিসংঘ ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা পরস্পরের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে জাতিসংঘ মহাসচিবের সৌজন্যে হোটেল সোনারগাঁওয়ে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে।

আগামীকাল সোমবার সকালে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার যাবেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। সেখানে তিনি বাংলাদেশ-মিয়ানমার নো-ম্যানস ল্যান্ড এলাকা পরিদর্শন করবেন। এরপর যাবেন কুতুপালং আশ্রয়শিবিরে। কক্সবাজারে তিনি জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। রাতে ঢাকা ছাড়ার আগে হোটেল র্যাডিসনে তিনি আরো একটি সংবাদ সম্মেলন করবেন।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমও কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সফর শেষে সোমবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আলাদা ফ্লাইটে ঢাকা এলেও তারা বেশ কয়েকটি কর্মসূচিতে একসঙ্গে অংশ নেবেন।

এদিকে আইসিআরসি প্রেসিডেন্ট রোহিঙ্গাদের দেখতে তিন দিনের সফরে মিয়ানমার হয়ে ঢাকা এসেছেন। কক্সবাজারে আইসিআরসির কার্যক্রম পরিদর্শনেই মূলত তার এ সফর। আগামী মঙ্গলবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান জানানোর পরই মূলত আন্তর্জাতিক ফোরাম ও দাতা সংস্থার প্রধানরা বাংলাদেশ সফর শুরু করেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads