• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সহযোগিতার আহ্বান ব্রিটেনের

উদ্বাস্তু ও আশ্রিত কমিউনিটির শিক্ষার ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য যুক্তরাজ্য আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান

সংগৃহীত ছবি

জাতীয়

রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য সহযোগিতার আহ্বান ব্রিটেনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ জুলাই ২০১৮

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গা উদ্বাস্তুদের সহায়তায়, বিশেষ করে উদ্বাস্তু ও আশ্রিত কমিউনিটির শিক্ষার ব্যবস্থা গ্রহণে সহায়তার জন্য যুক্তরাজ্য আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-বিষয়ক ব্রিটিশ মন্ত্রী মার্ক ফেইল্ড এমপি এবং ইউকের জেন্ডার ইকুয়াসিটি-বিষয়ক বিশেষ দূত জোয়ান্না বোপার গতকাল রোববার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান।

বাংলাদেশে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ মন্ত্রী ও বিশেষ দূত তিন দিনের সফরে গত শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেন। ব্রিটিশ মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য সহযোগিতা জোরদার, বর্ষা মৌসুমে এবং দীর্ঘমেয়াদে শিক্ষা ও জীবিকার সংস্থানে সহযোগিতার জন্য বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, রোহিঙ্গাদের সহযোগিতায় এবং স্থানীয় আশ্রিত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সমর্থনে গত বছর সেপ্টেম্বরের পর থেকে ইউকে শীর্ষস্থানীয় দাতা হিসেবে ১২৯ মিলিয়ন পাউন্ড সহযোগিতার অঙ্গীকার করেছে।

কক্সবাজার উদ্বাস্তু শিবির পরিদর্শনকালে মন্ত্রী ফেইল্ড ও জোয়ান্না বোপার উদ্বাস্তু পরিবার এবং কমিউনিটি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা রাখাইন রাজ্যে তাদের দুর্ভোগ এবং বর্তমান আশ্রয়কেন্দ্রে তাদের দুঃখ-কষ্টের বিষয় অবহিত হন। বাসস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads