• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আমরণ অনশনের অষ্টম দিনে অসুস্থ ১৫০ শিক্ষক

অনশনে এ পর্যন্ত ১৫০ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার তাদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

এমপিওভুক্তির দাবি

আমরণ অনশনের অষ্টম দিনে অসুস্থ ১৫০ শিক্ষক

১৪ বিশিষ্টজনের বিবৃতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জুলাই ২০১৮

এমপিওভুক্তির দাবিতে আমরণ অনশনে এ পর্যন্ত ১৫০ শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল সোমবার অসুস্থ শিক্ষকদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অনশনরত শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েন। গত ২৫ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের বিপরীত পাশের সড়কে অনশন শুরু করেন নন-এমপিও শিক্ষকরা। টানা আট দিন রোদ, বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকরা খোলা আকাশের নিচেই অবস্থান করছেন। এদিকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ১৪ নাগরিক।

গতকাল সোমবার সরেজমিন জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখা গেছে, অনশনরত শিক্ষকদের কেউ কেউ মাথার ওপর পলিথিন ও ছাতা ধরে বসে আছেন। অনেক শিক্ষক অসুস্থ হয়ে স্যালাইন নিয়ে শুয়ে আছেন। গুরুতর অসুস্থ নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারসহ ২১ শিক্ষক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আমরণ অনশনের আগে একই দাবিতে গত ১০ জুন থেকে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় গত ২৫ জুন থেকে আমরণ অনশন শুরু করেন তারা। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, নীতিমালা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া চলছে। সম্পন্ন হলে জুলাই থেকে শিক্ষকরা এমপিওপ্রাপ্য হবেন। মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) একাদশ-দ্বাদশ শ্রেণির ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি পাঠ্যপুস্তক (বাংলা সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ এবং ইংলিশ ফর টুডে) বাজারজাতকরণ ও বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষকরা মন্ত্রীর এমন বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, আমরা কারো ক্ষতি করছি না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরেও ফেরব না।

এদিকে, এমপিওভুক্তির দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দুটি প্রস্তাব দিয়েছেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। প্রস্তাব দুটি হলো সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় এনে আংশিক বেতন চালু করে পরবর্তী অর্থবছরে তা সমন্বয় করা। এ ছাড়া দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়া প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাইয়ের জন্য এমপিওভুক্তির পর তিন বছর সময় দেওয়া। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমরণ অনশনের সপ্তম দিন গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ প্রস্তাব দিয়ে আসার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো শিক্ষকদের কাছে ফিরতি কোনো প্রস্তাব আসেনি।

এদিকে, এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট ১৪ নাগরিক। সাংবাদিক, লেখক কামাল লোহানী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করা অন্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় কুমার রায়, কথাশিল্পী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হাসান আজিজুল হক, লেখক ও রাবির সাবেক অধ্যাপক শহিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমএম আকাশ, শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ, সাহিত্যিক ও কলাম লেখক অধ্যাপক যতীন সরকার, নাট্যকর্মী মামুনুর রশিদ, সাবেক অধ্যাপক ও সংস্কৃতিকর্মী কাজী মদিনা, শিক্ষাবার্তা ম্যাগাজিনের সম্পাদক ও নটর ডেম কলেজের সাবেক শিক্ষক এএন রাশেদা, উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, সংস্কৃতিকর্মী শংকর সাঁওতাল এবং সঙ্গীতশিল্পী সঙ্গীতা ইমাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads