• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় তিন নাইজেরিয়ান নাগরিক আটক

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি

সংগৃহীত ছবি

জাতীয়

কুমিল্লায় তিন নাইজেরিয়ান নাগরিক আটক

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। বাংলাদেশ-ভারত সীমান্তের চৌদ্দগ্রাম আমানগণ্ডা সীমান্তবর্তী বীরচন্দ্রনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- প্রোমাইজ অনিয়নসিকো ইকোবোরাকাবা (২৯) পাসপোর্ট নং-পি এনজিএ এ০৯০৮৩৬৪৯, বেনার্ড চোকওনুসু অনুরো (২১) পাসপোর্ট নং-পি এনজিএ এ৫০৪৩৩৪৫২ এবং ওমাহি জেমস ওজি (২৯) পাসপোর্ট নং-পি এনজিএ এ৫০১১৮৭৪২।

চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, আটককৃতরা এক মাসের ভিসা নিয়ে ঢাকায় আসে। চার থেকে পাঁচ দিন আগে তারা ফেনীর একটি হোটেলে অবস্থান করে। গত শনিবার রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় নাইজেরিয়ান তিন নাগরিক বাংলাদেশি সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। এ সময় বিজিবি ১০ ব্যাটালিয়নের একটি দল চৌদ্দগ্রাম পৌরসভার ভারত সীমান্তবর্তী বীরচন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

ওসি বলেন, গতকাল রোববার ১০ বিজিবির হাবিলদার শরীফ তিতুমীর বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করেন। আটককৃতদের চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই তিন নাইজেরিয়ান নাগরিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads