• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আশকোনা হাজী ক্যাম্প প্রস্তুত

ঢাকা হাজী ক্যাম্প

সংরক্ষিত ছবি

জাতীয়

আশকোনা হাজী ক্যাম্প প্রস্তুত

শনিবার শুরু হজ ফ্লাইট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প প্রস্তুত। আগামী শনিবার সকাল ১০টায় হাজী ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম-২০১৮ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, আগামী ১৪ জুলাই সকালে ৪১৩ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে বিমানের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করবে। একই দিনে ঢাকা ছাড়বে সাউদিয়া এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটও। এদিকে, এখনো বিমানের ১৪ হাজার টিকেট বিক্রি হয়নি। এ নিয়ে ফ্লাইট বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। অপরদিকে, হজ ফ্লাইট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১৪ জুলাই-২৪ আগস্ট পর্যন্ত ঢাকা-সৌদি আরবের সব রুটে টিকেট বিক্রি ও বুকিং বন্ধ রেখেছে বিমান।

ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা জানায়, এ বছর বাংলাদেশ ১ লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রী হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ১ লাখ ২০ হাজার। হজ ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, শেষ ফ্লাইট ১৫ আগস্ট। হজ শেষে ফিরতি প্রথম ফ্লাইট ২৭ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর ফিরতি শেষ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৮৭টি ফ্লাইটে ৬৪ হাজার ৯৬৭ হজযাত্রী পরিবহন করবে এবং সাউদিয়া ১৮৮টি ফ্লাইটে ৬১ হাজার ৮৩১ হজযাত্রী পরিবহন করবে। ১৪ জুলাই আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিমানের ফ্লাইট (বিজি-১০১১) সকাল ৭টা ৫৫ মিনিটে ৪১৯ সরকারি হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে এবং দ্বিতীয় হজ ফ্লাইট (বিজি-৩০১১) ১১টা ৫৫ মিনিটে ৪১৩ হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। একই দিনে সাউদিয়া এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইটও জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে হজ কার্যক্রম প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি পর্যালোচনার জন্য জাতীয় হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অংশগ্রহণে আন্তঃমন্ত্রণালয়ের সভা গতকাল মঙ্গলবার সচিবলায় ধর্ম মন্ত্রণালয় অনুষ্ঠিত হয়েছে। সভায় হজ ব্যবস্থাপনার সর্বশেষ অবস্থা, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, মদিনায় সরাসরি হজ ফ্লাইটের ব্যবস্থা, ফিরতি ফ্লাইটের বোর্ডিং পাস, ফ্লাইট শিডিউল, বিমানের টিকেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৬ হাজার ১১৪ হজযাত্রীর এবং বিভিন্ন টিমের ২৪৬ জনের ভিসা সম্পন্ন হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত ৯ হাজার ৫০০ জনের ভিসা সম্পন্ন হয়েছে।  তিনি আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য বাড়িভাড়া সম্পন্ন করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পক্ষে অধিকাংশ এজেন্সি বাড়িভাড়া সম্পন্ন করেছে। এ ছাড়া বাংলাদেশ বিমানের টিকেট প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে হজ এজেন্সিগুলো সরাসরি বিমান থেকে হজযাত্রীর সমপরিমাণ টিকেট ক্রয় করতে পারছে বলে জানান মন্ত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বলেন, ইতোমধ্যে বিমানের ৫২ হাজার হজযাত্রীর টিকেট বিক্রি হয়েছে। কিন্তু হজ ফ্লাইটের দ্বিতীয় পর্বে ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রায় ১৪ হাজার হজ টিকেট এখনো বিক্রি হয়নি। এতে করে বিমানের হজযাত্রী পরিবহনে বিপর্যয় দেখা দিতে পারে। তিনি বলেন, হজ এজেন্সির স্বত্বাধিকারীদের মক্কা-মদিনার বাড়ি ভাড়া করে দ্রুত বিমানের হজ টিকেট ক্রয়ের জন্য বারবার তাগিদ দেওয়া হচ্ছে। উল্লিখিত টিকেট বিক্রি না হলে বিমানের প্লট বাতিল হলে পুনরায় স্লট পাওয়া যাবে না।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের মহাসচিব এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এবার হজ নিয়ে কোনো সঙ্কটের আশঙ্কা নেই। বিমানের ৫২ হাজারেরও বেশি হজ টিকেট বিক্রি হয়েছে। বাকি টিকেট শিগগিরই বিক্রি হবে ইনশাআল্লাহ।

ধর্ম মন্ত্রণালয়াধীন আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম জানান, উদ্বোধনী ফ্লাইটের সব যাত্রীর ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন। তিনি জানান, হজযাত্রীদের অভ্যর্থনা জানাতে হাজী ক্যাম্প প্রস্তুত রয়েছে। বিমানের প্রথম দুটি হজ ফ্লাইটের হজযাত্রীরা হাজী ক্যাম্পে রিপোর্ট করতে শুরু করেছেন।

হাজী ক্যাম্পে মেডিকেল টিমের ইনচার্জ ডা. এম সৈয়দ আহমেদ বলেন, গত রোববার থেকে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা এবং মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত হজযাত্রীকে টিকা দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রত্যেক হজযাত্রীকে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা দেওয়া হচ্ছে। ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্য পরীক্ষার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদও দেওয়া হয়। হজযাত্রী স্বাস্থ্য পরীক্ষার পর মেনিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্য সনদ সংগ্রহ করবেন। কারণ বিমানবন্দরে এই স্বাস্থ্য সনদ দেখাতে হবে।

হজযাত্রীদের জন্য কল সেন্টার

হজের দিন যত ঘনিয়ে আসছে আশকোনা হজ ক্যাম্পে হজ কল সেন্টারে ভিড় বাড়ছে। হজযাত্রী ও তাদের স্বজনরা হজ ভিসা, হজ ফ্লাইটের সময়সূচি ও হজ পালন সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত জানতে প্রতিদিন কল সেন্টারে যোগাযোগ করছেন। দেশ-বিদেশ থেকে ল্যান্ডফোন, মোবাইল, ইমেইল, ফেসবুক, স্কাইপে ও ওয়েভচ্যাট ইত্যাদি নানা মাধ্যমে সরাসরি কল সেন্টারে যোগাযোগ করে বিভিন্ন তথ্য জানতে চাইছেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি খোলা থাকে।

অপরদিকে, চলতি বছর হজ ফ্লাইট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ১৪ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের সব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকেট বিক্রি ও বুকিং বন্ধ রাখা হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশ বিমানে শুধু হজযাত্রীদের বহন করা হবে। চারটি নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের বিমান দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অন্য পথে ফ্লাইট শিডিউল ঠিক রাখতে চারটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দুই মাসের জন্য ইজারা নিয়েছে বিমান। আগামী ১৪ জুলাই থেকে সৌদি আরবের সব রুটে বিমানের অগ্রিম টিকেট বুকিং বন্ধের ঘোষণা দেয় বিমান কর্তৃপক্ষ। বিমানের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আতিক রহমান চিশতি বলেন, হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে প্রতিবছরের ন্যায় এবারো কিছু সময়ের জন্য ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন রুটে বুকিং বন্ধ থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads