• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
রাখাইনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী

ছবি সংরক্ষিত

জাতীয়

রাখাইনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুলাই ২০১৮

রাখাইন রাজ্য পর্যবেক্ষণে খুব শিগগিরই মিয়ানমার সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ মঙ্গলবার রাজধানীতে মেরিটাইম কাউন্টার টেররিজম বিষয়ে আয়োজিত অনুষ্ঠান শেষে এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

শহিদুল হক  জানান, রোহিঙ্গারা দেশে ফিরে গিয়ে যেন নিরাপদ পরিবেশ পায় সে বিষয়টি পর্যবেক্ষণ করতেই মিয়ানমার সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টিম ফিরে যাওয়ার পরে আলাপ করেছেন। তারা কিন্তু প্রথমেই বলেছেন রোহিঙ্গাদের নিজের দেশে ফিরে যেতে হবে। তারা সেখানে ফিরে গেলেই তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। তবে এই প্রক্রিয়াটা অনেক জটিল।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে শুরু হবে- এমন প্রশ্নের জবাব পররাষ্ট্র সচিব বলেন, 'আমার মনে হয় সহসাই প্রত্যাবাসন শুরু করা যাবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যাবেন। সেখানে কি অবস্থা তাদের জন্যে ঘরবাড়ি তৈরি হয়েছে কিনা! বা অন্যান্য বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads