• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কাল

ভারতের স্বরাষ্ট্র রাজনাথ সিং

সংরক্ষিত ছবি

জাতীয়

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশে তিন দিনের সফরে আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন। এ সম্পর্কে দেশটির কর্মকর্তারা গত মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআইকে জানান, সফরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তরুণদের উগ্রপন্থায় দীক্ষিত করার তৎপরতা ঠেকানো, রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন। তারা জানান, আশা করা হচ্ছে রাজনাথ সিং এই সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং তার সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাজনাথ সিং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠকে সন্ত্রাস দমনের কৌশল জোরদার এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দ্বারা তরুণদের উগ্রপন্থায় আকৃষ্ট করার তৎপরতা ঠেকানো নিয়ে আলোচনা করবেন। রোহিঙ্গা ইস্যু নিয়েও তাদের আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরে রাজনাথ সিংয়ের সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারা থাকবেন। প্রতিনিধিরা বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধ চলাচল, গবাদিপশু, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান প্রতিরোধে বিদ্যমান ব্যবস্থা শক্তিশালী করা নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads