• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাদক-চোরাচালান রোধে কাজ করছে কোস্টগার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সংরক্ষিত ছবি

জাতীয়

মাদক-চোরাচালান রোধে কাজ করছে কোস্টগার্ড : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

কোস্টগার্ড সমুদ্র সীমানায় মাদক নিয়ন্ত্রণ থেকে শুরু করে চোরাচালান নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর গুলশান-২-এর দি ওয়েস্টিন হোটেলে দুই দিনব্যাপী ‘হেড অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে ১৪তম হেড অব এশিয়ান কোস্টগার্ড এজেন্সিস মিটিংয়ে এশিয়ার ১৮টি দেশের কোস্টগার্ড প্রধান অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোস্টগার্ড বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; যা খুবই প্রশংসনীয়। ব্লু ইকোনমি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম এটার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে সমুদ্রসীমার দাবি জানিয়েছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, বাহরাইন, হংকং, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের কোস্টগার্ড, মেরিটাইম এজেন্সি এবং রিক্যাপ-আইএসসির ৪১ প্রতিনিধি অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads