• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪১৮ জন হজ যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট

সংগৃহীত ছবি

জাতীয়

জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৪১৮ জন হজ যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে প্রথম হজ ফ্লাইট। এর মাধ্যমেই শুরু হলো বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট।

শনিবার সকালে পৌনে ৮ টায় বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট যাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দার উদেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়েগেছে।

এসময় বিমানবন্দরে বেসামরিক বিমানমন্ত্রী এবং ধর্মমন্ত্রী ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন কালে তারা জানান, এবছর অন্য বছরের মতো হজ নিয়ে কোনো জটিলতার সম্ভবনা নেই। সরকারি বেসরকারি মিলে এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে বলে জানন তারা।

মন্ত্রীদের উপস্থিতিতে বিমানের ভেতরেই মোনাজাতের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করা হয়। এসময় ফ্লাইটের হজযাত্রীদের খোঁজ খবর নেন মন্ত্রীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads