• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
রাষ্ট্রপতি ফিরছেন ১৯ জুলাই

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

সংরক্ষিত ছবি

জাতীয়

রাষ্ট্রপতি ফিরছেন ১৯ জুলাই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন থেকে আগামী ১৯ জুলাই দেশে ফিরবেন। তিনি চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আজ ১৫ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব ইমরানুল হাসান গতকাল শনিবার প্রেস সচিব এম জয়নাল আবেদীনের উদ্ধৃতি দিয়ে জানান, রাষ্ট্রপতি ১৯ জুলাই সকালে ঢাকা ফিরবেন। ১৫ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার আরো কিছু মেডিকেল টেস্ট করানোর জন্য কয়েক দিন লন্ডনে অবস্থান করতে হচ্ছে। ৭৪ বছর বয়স্ক রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালে লন্ডনে তার মেডিকেল চেকআপ করিয়েছেন। তিনি আরো জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ লন্ডনে মুরফিল্ডস হাই হাসপাতাল এবং বুপা ক্রোমওয়েল হাসপাতালে তার মেডিকেল চেকআপ করান। এর আগে গত ৭ জুলাই তিনি বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বাসস

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads