• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
স্বাস্থ্যসেবায় প্রতিবেশীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল পাবনায় ২৫০ শয্যা জেনালে হাসপাতাল চত্বরে একটি শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন করেন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্বাস্থ্যসেবায় প্রতিবেশীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুলাই ২০১৮

স্বাস্থ্যসেবার দিক থেকে প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল শনিবার পাবনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম পর্ব) উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনার কারণে দেশে স্বাস্থ্য বিভাগে অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। হেলথ কেয়ারে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা রোহিঙ্গাদের খাবারের পাশাপাশি স্বাস্থ্যসেবা দিচ্ছি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর। গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা ও জেলাপর্যায়ে হাসপাতালগুলোর মানোন্নয়নসহ স্বাস্থ্যকর্মীরা দ্বারে দ্বারে গিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।’

পাবনার সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শামসুল হক টুকু সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সুনীল কান্তি সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।

এবার প্রথমবারের মতো এ ক্যাম্পেইনের জাতীয় কর্মসূচির উদ্বোধন হয়েছে পাবনায়। এদিন বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এবার দেশজুড়ে ২ কোটি ১৯ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হয়।

অন্যদিকে এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে। মাতৃত্বকালীন ভাতা চালু করেছেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads