• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ৫০ হাজার টাকার চিকিৎসা পাবেন

এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিতিতে চিকিৎসা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়

সংগৃহীত ছবি

জাতীয়

মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ৫০ হাজার টাকার চিকিৎসা পাবেন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৮

মুক্তিযোদ্ধারা ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সরকারি হাসপাতালে। এ জন্য হাসপাতালগুলোকে ১০ থেকে ১৫ লাখ টাকা অগ্রিম দেবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের সব পর্যায়ের সরকারি হাসপাতালে বিনা ও স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা দিতে গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী এতে স্বাক্ষর করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আমরা প্রাথমিকভাবে ১৪টি বিশেষায়িত হাসপাতালকে ১৫ লাখ টাকা করে অগ্রিম দিয়ে রাখব। আজ সোমবারের মধ্যেই এ টাকা ছাড় দিয়ে দেব, তাদের কাছে চলে যাবে। আপাতত নীতিমালায় ৫০ হাজার টাকা রয়েছে। আমরা সেটা দুই লাখ টাকায় উন্নীত করব খুব দ্রুতই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে অনেক মুক্তিযোদ্ধা নানা রকম অসুখে আক্রান্ত। মুক্তিযোদ্ধাদের সেবা করা রাষ্ট্রের দায়িত্ব। এ দায়িত্ব আমরা পালন করছি। আমি কথা দিচ্ছি, আমরা এটি সম্পাদন করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাব।’

অনুষ্ঠানে জানানো হয়, মুক্তিযোদ্ধাদের সর্বোত্তম চিকিৎসা হচ্ছে কি না, বরাদ্দ দেওয়া অর্থ সঠিকভাবে ব্যয় করা হচ্ছে কি না, তা দেখভালের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে, জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) নেতৃত্বে, বিভাগীয় পর্যায়ে (ঢাকা মহানগর বাদে) অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এবং ঢাকা মহানগরীতে স্বাস্থ্যসেবা বিভাগের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads