• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
১৯ মন্ত্রণালয়-বিভাগ নিয়ে আলোচনা

ডিসি সম্মেলন শেষে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্ত আলোচনায় বসেন

ছবি : পিআইডি

জাতীয়

১৯ মন্ত্রণালয়-বিভাগ নিয়ে আলোচনা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুলাই ২০১৮

মঙ্গলবার সকালে ডিসি সম্মেলন উদ্বোধন হওয়ার পর দুপুরের খাবার শেষে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্ত আলোচনায় বসেন। এরপর তারা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে যান। এখানেই জেলা প্রশাসক সম্মেলনে বিকাল সাড়ে ৪টা থেকে মন্ত্রণালয়ভিত্তিক আলোচনা শুরু হয়। গতকাল ৪ ঘণ্টায় ১৯টি বিভাগ ও মন্ত্রণালয় নিয়ে আলোচনা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসকরা অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনা করেন। সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলে দুর্যোগ ও ত্রাণ, বিদ্যুৎ ও জ্বালানি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা। সন্ধ্যা ৬টা ৪০ থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা হয়। ৭টা ৪০ থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে প্রথম দিন শেষ হয়।

আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আগামী সংসদ নির্বাচনে ডিসিরা তাদের রুটিন ওয়ার্কই করবেন। তিনি বলেন, অতীতে নির্বাচনের সময় গণ্ডগোল হতো, এখন আর তা হয় না। আশা করছি আগামী নির্বাচনেও কোনো গণ্ডগোল হবে না। বাজেট বাস্তবায়ন বিষয়ে তিনি বলেন, কর আদায় কোনো সমস্যা নয়। টাকা খরচ করাটাই সমস্যা। বাজেট বাস্তবায়নের পরামর্শ দিয়েছি। একসময় তিরানব্বই শতাংশ বাজেট বাস্তবায়ন হতো। এখন কিছুটা কমেছে। তবে আশা করছি এবার নব্বই শতাংশ হবে। অর্থমন্ত্রী বলেন, ১ জুলাই থেকে কাজ শুরু করার জন্য বলেছি। পিডিকে (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) একসঙ্গে তিন কিস্তির টাকা ছাড় করার ক্ষমতা দিয়েছি, যাতে কাজ দ্রুত করা হয়। টাকার জন্য যেন কাজ আটকে না থাকে। ডিসিদের বলেছি, সম্পদের অভাব নেই। আপনারা কাজ করুন। ডিসিরা কী সমস্যার কথা বলেছেন সাংবাদিকরা জানতে চাইলে মুহিত বলেন, তারা সরকারের অবকাঠামো পুরনো বলে জানিয়েছে। যার কারণে অনেক জরুরি কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলেছি, পর্যায়ক্রমে অবকাঠামো নতুন করে নির্মাণ চলছে।

সোনায় ‘প্রবলেম’ দেখছেন না অর্থমন্ত্রী : ব্যাংকের ভল্টে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রক্ষিত সোনা বদলে যাওয়ার অভিযোগের কোনো ভিত্তি আছে বলে মনে করছেন না অর্থমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুরো বিষয়টিকে তিনি ‘অ্যাবসলিউটলি ইউজলেস’ বলে উড়িয়ে দেন। সোনা নিয়ে রাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের মধ্যে পাল্টাপাল্টির বিষয়টি গত সপ্তাহে যখন আলোচনায় আসে অর্থমন্ত্রী তখন যুক্তরাষ্ট্রে থাকায় এ বিষয়ে তার বক্তব্য জানতে পারেননি সাংবাদিকরা। সোমবার রাতে দেশে ফিরে মঙ্গলবার বিকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন শেষে মুহিত আরো বলেন, ৯৬৩ কেজি স্বর্ণ আছে আমাদের, দূষিত স্বর্ণ হলো তিন কেজি, ইটস নট আ প্রবলেম। তবে ৯৬৩ কেজি সোনার মধ্যে তিন কেজি ‘দূষিত’ বলতে অর্থমন্ত্রী কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট হয়নি সাংবাদিকদের কাছে।  

কয়লা দুর্নীতির ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা :  দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা গায়েবের ঘটনায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জেলা প্রশাসক সম্মেলনের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। তিনি কোনো অনিয়ম-দুর্নীতি সহ্য করেন না, এক্ষেত্রেও করবেন না। এ ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে তারা শাস্তি পাবে। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লোডশেডিং হবে। তবে কখন কোন এলাকায় লোডশেডিং হবে এবং তা কতক্ষণ থাকবে তা আগাম মাইকিং করে জানানো হবে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে ডিসিদের পরামর্শ দিয়েছি। সম্মেলনে ডিসিরা কী জানিয়েছেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সিস্টেমে কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডিসিরা।

‘১ জানুয়ারিই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে’ : আগামী বছর ১ জানুয়ারিতেই পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এর জন্য এখন থেকেই ডিসিদের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারের বইয়ের পাঠ্যসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে বই পাঠানো শুরু হয়েছে। ছাপার কাজ চলছে। ডিসিরা শিক্ষক স্বল্পতার কথা বলেছেন। পরীক্ষায় প্রশ্নফাঁসসহ কোনো অনিয়মের কথা ডিসিরা বলেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, তারা এ বিষয়ে কোনো অভিযোগ করেননি। তবে নদীভাঙন এলাকা ও পাহাড়ি দুর্গম জনপথে যাতায়াতে অসুবিধার কথা বলেছেন ডিসিরা।

মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি ডিসিদের : দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণের দাবি জানিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশের বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনার তালিকা প্রণয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে বধ্যভূমি ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কাছে দাবি জানানো হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads