• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হত্যাকারী সন্দেহে হানিফের বাসচালকসহ আটক ৩

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল

প্রতীকী ছবি

জাতীয়

এনএসইউ শিক্ষার্থীর লাশ উদ্ধার

হত্যাকারী সন্দেহে হানিফের বাসচালকসহ আটক ৩

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের লাশ উদ্ধারের পর তার হত্যাকারী সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকরা হলো হানিফ পরিবহনের বাসচালক জালাল, সুপারভাইজার ফয়সাল ও চালকের সহকারী জনি। গজারিয়া থানার ওসি হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পায়েলের লাশ উদ্ধারের পর পুলিশের তদন্তে প্রাথমিকভাবে বাসচালক, সুপারভাইজার ও চালকের সহকারীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এদের মধ্যে ফয়সালকে গতকাল বুধবার আদালতে পাঠানো হয়। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাকি দুজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চালকসহ তিনজনকে কোথা থেকে কীভাবে আটক করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আদালত পরিদর্শক হেদায়াতুল ইসলাম জানান, বুধবার আসামি ফয়সালের জবানবন্দি গ্রহণ করেন গজারিয়া আমলি আদালত। জবানবন্দিতে ফয়সাল বলে, রাতে বাস যানজটে পড়লে বাসযাত্রী পায়েল প্রস্রাব করতে নিচে নামেন। একসময় বাসটি দ্রুত টান দিলে তাতে উঠতে গিয়ে দরজার সঙ্গে জোরে ধাক্কা খেয়ে পড়ে যান পায়েল। এতে তার নাক-মুখ দিয়ে রক্ত বের হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন পায়েল মারা গেছেন ভেবে তারা (ফয়সাল, বাসচালক, চালকের সহকারী) তাকে সেতু থেকে ফেলে দিয়ে বাস নিয়ে ঢাকায় চলে যান।

পুলিশ সূত্র জানায়, গত ২১ জুলাই গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে হানিফ পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে রওনা হন এনএসইউর বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী পায়েল। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পায়েলের স্বজনরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। গত ২৩ জুলাই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএম বলেন, ‘পায়েল বাসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। চালক, সুপারভাইজার ও চালকের সহকারী মনে করেছিলেন ছেলেটি মারা গেছেন। কিন্তু তখনো তিনি আসলে মারা যাননি বলে আমরা সন্দেহ করছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads