• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
যাত্রী কম থাকায় দুই হজ ফ্লাইট বাতিল

যাত্রী কম থাকায় দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ছবি: সংগৃহীত

জাতীয়

যাত্রী কম থাকায় দুই হজ ফ্লাইট বাতিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৮

যাত্রী কম থাকায় দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার সকাল ৬টা ৫মিনিটে বিজি১০৪৫ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল । আর বিজি৭০৪৫ ছাড়ার নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা ৫। এই দুই ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাতে পারতেন আট শতাধিক হজযাত্রী ।

বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ বলেন, আসন সংখ্যার চেয়ে অনেক কম টিকিট বিক্রি হওয়ায় হজ ফ্লাইট দুইটি বাতিল করা হয়েছে। ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটের সঙ্গে সমন্বয় করে পাঠানো হবে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন।

গতবছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। এতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বিমান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads