• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বুলবুলের সহযোগিতা চাইব : লিটন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

সংরক্ষিত ছবি

জাতীয়

বুলবুলের সহযোগিতা চাইব : লিটন

  • বিজয় ঘোষ, রাজশাহী
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় লিটন নগরীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাংবাদিকদের বলেন, তিনি বিএনপির পরাজিত প্রার্থী রাসিকের সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সহযোগিতা চাইবেন। 

নবনির্বাচিত মেয়র লিটনের উপশহরস্থ বাসভবনে এসে সকালে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারসহ অন্যরা। এরপর বাসার পাশে প্যান্ডেলে নবনির্বাচিত কাউন্সিলর, রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনির্বাচিত মেয়র লিটন বলেন, শুরুতে নগরীর হারানো সৌন্দর্য ফেরাতে চাই। নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝকঝকে চকচকে করা হবে। এরপর থেমে থাকা উন্নয়ন প্রকল্পের কাজ সচল করার পর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। এ ছাড়া নির্বাচনী ইশতেহারে উল্লেখ করা প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অতীতে মেয়রের দায়িত্ব নেওয়ার পর সাবেক মেয়রদের সহযোগিতা ও পরামর্শ প্রদানসহ সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলাম। তার ধারাবাহিকতায় সদ্য সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সহযোগিতা চাইব। তিনি যদি আসেন, অবশ্যই একসঙ্গে উন্নত রাজশাহী গড়তে কাজ করব।

গত সোমবারের ভোটে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিএনপির মেয়র প্রার্থী বুলবুলকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের লিটন পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট। বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ৭৭ হাজার ৭৭০ ভোট।

শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করেছেন রাসিকের নবনির্বাচিত মেয়র ও শহীদ কামারুজ্জামানের সন্তান এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুর আড়াইটার দিকে তিনি শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণও করেন। এ সময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউন্সিলর নির্বাচিত হলেন যারা : রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬০ জন। এ ছাড়া ১০টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদের প্রার্থী ৫২ জন। গত সোমবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম ওয়ার্ড কাউন্সিলের বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন- তাহেরা খাতুন (সংরক্ষিত ওয়ার্ড ১), আয়েশা খাতুন (স. ওয়ার্ড ২), মুসলিমা বেগম বেলী (স. ওয়ার্ড ৩), শিরিন আরা খাতুন (স. ওয়ার্ড ৪), সামসুন নাহার (স. ওয়ার্ড ৫), মাজেদা বেগম (স. ওয়ার্ড ৬), উম্মে সালমা (স. ওয়ার্ড ৭), নাদিরা বেগম (স. ওয়ার্ড ৮), লাইলী বেগম (স. ওয়ার্ড ৯)। সংরক্ষিত ওয়ার্ড ১০-এর নির্বাচিত কাউন্সিলরের নাম এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

৩০টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন ক্রমান্বয়ে রজব আলী, নজরুল ইসলাম, কামাল হোসেন, রুহুল আমিন টুনু, কামরুজ্জামান কামরু, নুরুজ্জামান টুকু, মতিউর রহমান মতি, এসএম মাহাবুবুল হক পাভেল, রেজাউন নবী দুদু, আব্বাস আলী সরদার, রবিউল ইসলাম তজু, সরিফুল ইসলাম বাবু, আবদুল মোমিন, আনোয়ার হোসেন আনার, আবদুস সোবহান লিটন, বেলাল আহম্মেদ, সাহাদৎ আলী শাহু, শহিদুল ইসলাম পচা, তৌহিদুল ইসলাম সুমন, রবিউল ইসলাম সরকার, নিযামুল আজীম নিযাম, আবদুল হামিদ সরকার টেকন, মাহাতাব হোসেন চৌধুরী, আরমান আলী, তরিকুল আলম পল্টু, আক্তারুজ্জামান কোয়েল, আনোয়ারুল আমিন আজব, আশরাফুল হাসান বাচ্চু, মাসুদ রানা শাহিন ও শহিদুল ইসলাম পিন্টু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads