• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
রেল ও বিদ্যুতে ৭১ কোটি ডলার দেবে এডিবি

বিদ্যুৎ ও রেলওয়ে

সংরক্ষিত ছবি

জাতীয়

রেল ও বিদ্যুতে ৭১ কোটি ডলার দেবে এডিবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

বিদ্যুৎ ও রেলওয়ের উন্নয়নে দুই প্রকল্পে বাংলাদেশকে ৭১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকা। রেলওয়ের উন্নয়নে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সরকারের সঙ্গে ৩৬ কোটি ডলারের একটি ঋণচুক্তি করেছে সংস্থাটি। অপরদিকে খুলনায় নতুন অনুমোদন পাওয়া রূপসা ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহে সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পে ৩৫ কোটি ৭০ লাখ ডলার ঋণের প্রস্তাব অনুমোদন দিয়েছে এডিবি।

এদিন রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের পক্ষে সংস্থার আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ইআরডি, রেলওয়ে ও এডিবি বাংলাদেশ অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন প্রকল্প (কারিগরি সহায়তা) শীর্ষক দুই প্রকল্পে এডিবির অর্থ ব্যয় করা হবে। চুক্তির আওতায় মোট ঋণের ৩৫ কোটি ৪০ লাখ ডলার তুলণামূলক কঠিন শর্তের অরডিনারি ক্যাপিটাল রিসোর্স (অসিআর) তহবিল থেকে পাওয়া যাবে। অবশিষ্ট ৬০ লাখ ডলার পাওয়া যাবে সহজ শর্তে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ৫ বছরে গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার লাইবর (লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট) এর সঙ্গে শূন্য দশমিক ৫ শতাংশ (স্প্রেড) ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১০ শতাংশ। তাছাড়া অবিতরণকৃত ঋণের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ দিতে হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের বহরে মালামাল পরিবহনের জন্য ১ হাজার বগি ওয়াগন (৪০০ এমজি ও ৩০০ বিজি বগি কভার্ড ওয়াগন এবং ১৮০টি এমজি ও ১২০টি বিজি বগি ওপেন ওয়াগন) সংগ্রহ, বাংলাদেশ রেলওয়ের জন্য  ৭৫টি মিটার গেজ এবং ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান সংগ্রহ, বাংলাদেশ রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ, নতুন ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ, ডেমু ওয়ার্কশপ ও ঢাকা লোকো শেড নির্মাণ এবং কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা আধুনিকায়নের জন্য কারিগরি সহায়তা দেওয়া, এন্টারপ্রাইজ রিসোর্সেস প্ল্যানিং সিস্টেম অপারেশন ও মেইন্টেন্যান্সের জন্য পরামর্শক সেবা দেওয়া এবং এয়ার কন্ডিশনের সুবিধাসহ লাগেজ ভ্যান, কভার্ড ভ্যান কাঁচামাল, শাকসবজি ইত্যাদি পরিবহনে সক্ষম হবে।

খুলনায় নতুন অনুমোদন পাওয়া রূপসা ৮০০ মেগাওয়াট কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে একটি নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় খুলনা থেকে ফরিদপুর পর্যন্ত ২৩০ কিলোভোল্ট ক্ষমতার ১২৬ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। নির্মিত হবে রাজশাহীর রোহানপুর থেকে বগুড়া পর্যন্ত ১০৪ কিলোমিটার দৈর্ঘ্যের আলাদা গ্রিডলাইন। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নে প্রস্তাবিত প্রকল্পে ৩৫ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দেবে এডিবি।

এডিবি জানায়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে মোট ৫৩ কোটি ২০ লাখ ডলার ব্যয় হবে। এতে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৭ কোটি ৪৫ লাখ ডলার। ২০২৩ সালের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads