• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘নৌমন্ত্রীর প্রভাব খাটবে না বিচারে’

বাসচাপায় নিহত মিমের মহাখালীর বাসায় গিয়ে গতকাল স্বজনদের সান্ত্বনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ছবি-বাংলাদেশের খবর

জাতীয়

‘নৌমন্ত্রীর প্রভাব খাটবে না বিচারে’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিচার প্রক্রিয়ায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান কোনো বাধা দেবেন না, এমনকি তিনি তা দেওয়ার চেষ্টা করলেও টিকবে না বলে মন্তব্য করেন তিনি। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর নির্দেশে নিহত কলেজ শিক্ষার্থী দিয়া খানম মিমের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহাখালীতে নিহত দিয়ার বাড়িতে গিয়ে তার বাবা, বোন ও মায়ের সঙ্গে কথা বলেছেন; এ ঘটনার উপযুক্ত বিচার করার আশ্বাস দিয়েছেন। মন্ত্রীকে কাছে পেয়ে দিয়ার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। মন্ত্রীর সান্ত্বনার জবাবে দিয়ার মা, বাবা, ভাই-বোনেরা শুধুই অপরাধীদের শাস্তি চেয়েছেন। উপস্থিত থাকা দিয়ার বান্ধবীরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিমানবন্দর সড়কের এমইএস বাসস্ট্যান্ডের কাছে ফুটওভারব্রিজ নির্মাণ, বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং দোষী ব্যক্তিদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘প্রাথমিক তদন্তে জাবালে নূর বাসে যান্ত্রিক ত্রুটি থাকার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বাসটির রুট পারমিট ও চালকের লাইসেন্স ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই বাসটি জব্দ করা হয়েছে, চালককে ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘গতি নিয়ন্ত্রণ করতে না পারা বা পাল্লাপাল্লি করা, যে কারণেই এই দুর্ঘটনা ঘটুক তা খুঁজে বের করা হবে। যে কারণে বা যার কারণে ঘটনা ঘটেছে তাকে শাস্তি পেতে হবে।’ এ ঘটনার বিচারে নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বাধা দেবেন- জনমনে এমন সংশয়ের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রী শাজাহান খান সাহেব আমাদের সরকারের অংশ। পরিবহন খাতের শ্রমিকদের নেতৃত্ব দিয়ে থাকেন তিনি। তিনিও বলছেন, এর বিচার করতে হবে। তিনি বিচার প্রক্রিয়ায় বাধা দেবেন, এমনটি হতেই পারে না। তিনি বাধা দেবেন বলে যেই প্রসঙ্গটা আসছে, আমার মনে হয় এই বাধায় কোনো কাজ হবে না। এটার উপযুক্ত বিচার হবেই।’

এদিন দুপুরে সচিবালয়ে পৌঁছে নিজ কার্যালয়েও বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক, আমরা মর্মাহত। প্রধানমন্ত্রীও দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন। সে কারণে তিনি আমাকে পরিবারটির খোঁজখবর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। জাহাঙ্গীরের (নিহত দিয়ার বাবা) সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, এটি অদক্ষ ড্রাইভারের কাজ। তাই আমি আবারো বলছি, অদক্ষ চালক হোক, ফিটনেসবিহীন গাড়ি হোক অথবা ট্রাফিক আইন অমান্য করে হোক, যে কারণেই এ দুর্ঘটনা ঘটেছে তদন্ত করে ব্যবস্থা নেব।’

রাস্তায় ছাত্রদের বিক্ষোভ প্রসঙ্গে বলেন, ‘ছাত্ররা বিক্ষোভ করছে, এটি তারা করতেই পারে। কারণ, তারা তাদের সহপাঠীকে হারিয়েছে, বন্ধুকে হারিয়েছে। তাদের আবেগ আছে, তাই তারা বিক্ষোভ করছে।

আমি ছাত্রদের এই বিক্ষোভকে সমর্থন করি। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যেন ত্বরিৎ গতিতে এই দুর্ঘটনার বিচার হয়। তাই ছাত্রদের অনুরোধ করব যেন তারা বাসায় ফিরে যায়।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads