• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আরো দুই হজ ফ্লাইট বাতিল

পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় আরো দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ছবি: সংগৃহীত

জাতীয়

আরো দুই হজ ফ্লাইট বাতিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৮

যাত্রী কম থাকায় আরো দুইটি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার বিকেল ৫টা ৫৫মিনিটে বিজি ৩০৫৯ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। আর বিজি ৫০৫৯ ঢাকা ছাড়ার নির্ধারিত সময় ছিল রাত ৯টা ৫৫ মিনিটে।  এ নিয়ে চলতি বছর এ  পাঁচটি হজ ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আজ বিকেল ৫টা ৫৫ মিনিটে বিজি ৩০৫৯ এবং রাত ৯টা ৫৫ মিনিটে বিজি ৫০৫৯ নম্বর ফ্লাইট দুটি পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাতিল করা হয়েছে।

তিনি বলেন, বিমানের হজের ছয় হাজার টিকিট এখন পর্যন্ত অবিক্রীত রয়েছে। হজ এজেন্সিগুলোকে তাগাদা দেওয়ার পরও তারা এসব টিকিট কিনছে না।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবার এক লাখ ২৬ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে ৬ হাজার ১৯৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১ লাখ ২০ হাজার জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন।

গত বছর ভিসা জটিলতায় যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান। এতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বিমান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads