• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শিক্ষার্থীদের বিক্ষোভ সারা দেশে

নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে

সংগৃহীত ছবি

জাতীয়

শিক্ষার্থীদের বিক্ষোভ সারা দেশে

# গাজীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ চড়াও # ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল ব্যাহত # স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিভাগীয় শহরসহ জেলায় জেলায় মানববন্ধন, অবস্থান ও বিক্ষোভ করে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব স্কুল-কলেজ বন্ধ থাকলেও বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসে। বাংলাদেশের খবরের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর—

গাজীপুর : রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে টঙ্গীর কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটায় কয়েকজন আহত হলে তারা একটি গাড়ি ভাঙচুর করে। এদিকে টঙ্গী, চান্দনা-চৌরাস্তা এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রায় মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ এবং চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেসের কাগজপত্র নিরীক্ষা করে। এ বিষয়ে গাজীপুর ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ বলেন, যানবাহনের ফিটনেস এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের শিক্ষার্থীদের কোনো এখতিয়ার নেই। এসব কাজ করে তারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সকাল ১০টা থেকে শহরের চাষাঢ়ায় অবস্থান নিয়ে রাজধানীর সঙ্গে সকল প্রকার যান চলাচল বিচ্ছিন্ন করে দেয় শিক্ষার্থীরা। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের শিমরাইলে অবস্থান করে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের

 ১৮ জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধ রাখা হয় ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল।

দুপুর সাড়ে ১২টায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথকে বহনকারী পাজেরো গাড়ি আটকে শিক্ষার্থীরা লাইসেন্স দেখতে চাইলে তিনি নেমে যান। এর আগে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের গাড়ি আটকে লাইসেন্স দেখতে চায় আন্দোলনকারীরা। দুপুর ১২টায় থানা পুলিশের একটি ভ্যানের চালক লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে ‘ঘুষখোর পুলিশের লাইসেন্স কই?’ লেখা সম্বলিত কাগজ গাড়ির সামনে সাঁটিয়ে দেওয়া হয়। গাড়ি থেকে নেমে যেতে বাধ্য হন থানার ওসি মোর্শেদ আলম।

চট্টগ্রাম : চট্টগ্রামের বিভিন্ন মোড়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গাড়ি আটকে লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র যাচাই করতে দেখা গেছে চট্টগ্রামের প্রায় দশটি পয়েন্টে। নগরীর দুই নম্বর গেট, জিইসি, লালখানবাজার, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, অক্সিজেনসহ বেশ কয়েকটি পয়েন্ট ছিল শিক্ষার্থীদের দখলে। এতে পুরো নগরী স্থবির হয়ে পড়ে।

সকাল থেকে লালখানবাজার, ওয়াসা মোড়, জিইসি মোড়, ২ নম্বর গেট মোড়ে গিয়ে দেখা গেছে, স্কুলের ইউনিফর্ম পরে সড়কের ওপর অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে চালকের কাছ থেকে খুঁজে নিচ্ছে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশনসহ বিভিন্ন কাগজপত্র। যেসব গাড়ির সকল কাগজপত্র সঠিক আছে সে গাড়ির গায়ে লিখে দেওয়া হয়েছে ‘ওকে’। আর যেসকল গাড়ির কাগজপত্র সঠিক নেই তার গায়ে সাইন পেন দিয়ে লিখে দেওয়া হচ্ছে ‘ভুয়া’।

শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে বেগ পেতে হয় পুলিশকে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, লালখানবাজার মোড়ে ছাত্ররা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় আগ্রাবাদ হয়ে বিমানবন্দরমুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা তাদের অনুরোধ করে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছি।

ইস্পাহানী পাবলিক স্কুলের শিক্ষার্থী আসাদ বলে, নিরাপদ সড়কের দাবি জানানোই আমাদের উদ্দেশ্য। ট্রাফিক পুলিশের চান্দগাঁও জোনের টিআই মোহাম্মদ শওকত বলেন, আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। সড়কে অবরোধ সৃষ্টি করায় গাড়ির সংখ্যাও অনেক কমে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। তবে বিকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রাজশাহী : রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে তারা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধনও করে। সকাল ১০টা থেকে রাস্তায় জড়ো হয়ে শিক্ষার্থীরা নানা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

খুলনা : খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ করছে। তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা সরকারের কাছে নিরাপদ সড়কের স্বার্থে ১৫ দফা দাবি জানায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা মেডিকেল কলেজ, সরকারি বিএল কলেজ, আযম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সিটি কলেজ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি,  নর্দান ইউনিভার্সিটি, সরকারি মহিলা কলেজ, পাইওনিয়র কলেজ, খুলনা পাবলিক কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল, শহীদ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহন থামিয়ে ড্রাইভিং লাইসেন্স আছে কি না জানতে চায়। শিক্ষার্থী সাবিহা সুলতানা জানায়, নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে।

সিলেট : সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বেলা আড়াইটা থেকে জড়ো হয় হাজারো শিক্ষার্থী। তারা নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী। তারা নগরীর ব্যস্ততম চৌহাট্টা সড়কের চারটি রাস্তাই অবরোধ করে রাখে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেয়নি। এদিকে নিরাপদ সড়কের দাবিতে সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

রংপুর : রংপুর মেডিকেল মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১টায় শুরু হওয়া অবরোধে রাজধানীর সঙ্গে উত্তরের ৪ জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর আগে জেলা প্রশাসকের বাসভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশের এক ইন্সপেক্টর তাদের সঙ্গে খারাপ আচরণ করে। পরে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ করতে থাকে। বেলা পৌনে ১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ঘটনাস্থলে গিয়ে মাইক হাতে পুলিশ থেকে শুরু করে সবার ড্রাইভিং লাইসেন্স চেক করার ঘোষণা দেন। তখন উত্তেজিত শিক্ষার্থীরা কিছুটা স্বাভাবিক হয়।

সাভার : সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেছে শিক্ষার্থীরা। মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় বসে তারা অবরোধ কর্মসূচি পালন করে। বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও কাগজ না থাকায় ট্রাফিক পুলিশ দিয়ে ওইসব গাড়ির নামে মামলা করাতে বাধ্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের।

মাগুরা : মাগুরা জেলা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়নামোড়ের স্বাধীনতা চত্বর ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান নেয়। আন্দোলনের কারণে সড়কে যানজটের সৃষ্টি হলে তাদের প্রধান সড়ক ছেড়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে বলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ নিয়ে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরে শিক্ষার্থীরা সরকারি কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে।

বিভিন্ন জেলায় বিক্ষোভ : দেশের বিভিন্ন জেলা সদরসহ সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভের খবর দিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এর মধ্যে বরগুনা, যশোর, বগুড়া, নরসিংদী, চুয়াডাঙ্গা, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, হবিগঞ্জ, নওগাঁ, মেহেরপুর, নাটোর, দিনাজপুর, গোপালগঞ্জ শহরে বড় রকমের বিক্ষোভ হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads