• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আসামের নাগরিক তালিকা নিয়ে আতঙ্কের কারণ নেই

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

সংরক্ষিত ছবি

জাতীয়

সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসামের নাগরিক তালিকা নিয়ে আতঙ্কের কারণ নেই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ আগস্ট ২০১৮

আসামের নাগরিক তালিকা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ারও কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলবে না এ তালিকা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশের তৃতীয় ইউনিভার্সাল পিরিওডিক রিভিউর (ইউপিআর) এক অনুষ্ঠান শেষে আসামের নাগরিক তালিকা (এনআরসি) নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহরিয়ার আলম। প্রতিমন্ত্রী বলেন, আসামের নাগরিক তালিকা নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন। তবে সেটার কোনো সুযোগ নেই। কারণ আসাম সরকার এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। এ তালিকাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো ধরনের প্রভাব পড়বে না।

এদিকে গতকাল সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে শ্রিংলা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোনো দুশ্চিন্তার কারণ নেই। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না এ তালিকা। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী এ তালিকা করা হচ্ছে। এটি সম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম এবং এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। এটাকে ভারতের একান্ত অভ্যন্তরীণ বিষয় দাবি করে তিনি বলেন, শুধু বাংলাদেশ নয় ভারতের প্রতিবেশী কোনো দেশেরই এই নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

ভারতের আসাম রাজ্য সরকার গত সোমবার জাতীয় নাগরিক তালিকার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। এই নিয়ে সেখানকার রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads