• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
রমিজ উদ্দিন কলেজকে ৫টি বাস হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে ৫টি বাস প্রদান করা হয়েছে

সংগৃহীত ছবি

জাতীয়

রমিজ উদ্দিন কলেজকে ৫টি বাস হস্তান্তর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজকে ৫টি বাস দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি দ্বিতল বাস, তিনটি একতলা ও একটি ৩০ আসন বিশিষ্ট মিনিবাস।

শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এই পাঁচটি বাস হস্তান্তর করা হয়।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, আওয়ামী লীগ প্রত্যাশা অনুযায়ী কাজ করে, কথা দিলে কথা রাখে বিভ্রান্ত হবেন না। শনিবার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে পাঁচটি বাস হস্তান্তর করা হবে।

গত রোববার বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, গত রবিবার কুর্মিটোলায় দুই বাসের রেষারেষিতে পড়ে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হয় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসচাপায় নিহত দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আবদুল করিমের পরিবারকে ২০ লাখ টাকা করে অনুদান দেন। এ সময় প্রধানমন্ত্রী রমিজ উদ্দিন কলেজকে পাঁচটি বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads