• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ভিআইপি-সিআইপি কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া

ছবি:সংরক্ষিত

জাতীয়

ভিআইপি-সিআইপি কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ আগস্ট ২০১৮

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে আপনারা ছাড় দেবেন না। একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।’

আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘যদি পুলিশ দায়িত্বের সঙ্গে কাগজপত্র পরীক্ষা করে তবে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। তবে পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।’

আগামীকাল রোববার থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে ডিএমপি কমিশনার বলেন, এ সপ্তাহে কেউ লাইসেন্সবিহীন যানবাহন চালালে বা ট্রাফিক আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘এতোদিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads