• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আন্দোলনকারীদের বোঝাতে রাজপথে ছাত্রলীগ

শিক্ষার্থীদের মাজে চকলেট বিতরণ করছেন ছাত্রলীগের কর্মীরা

সংগৃহীত ছবি

জাতীয়

আন্দোলনকারীদের বোঝাতে রাজপথে ছাত্রলীগ

  • নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি 
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের  কাছে গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে আন্দোলন ছেড়ে ঘরে ফেরার আহ্বান জানান তারা। শিক্ষার্থীদের বোঝাতে ফার্মগেট ও এর আশপাশের এলাকার সড়কেও অবস্থান নেন ছাত্রলীগ নেতারা।

কয়েকটি স্থানে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের চড়াও হওয়ার অভিযোগের প্রেক্ষাপটে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে যান সংগঠনটির ঢাবি শাখার সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। তারা শিক্ষার্থীদের জন্য চকলেট নিয়ে যান। চকলেটের বিনিময়ে শিক্ষার্থীরা তাদের হাতে চিপস তুলে দেন।

দুই নেতা ছাত্রলীগের পক্ষ থেকে আন্দোলনকারীদের ওপর কোনো ধরনের আঘাত হানা হবে না বলে আশ্বাস দেন। তারা শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সহমত জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী ও সরকার এই দাবিগুলো পূরণে কাজ করছেন। সঞ্জিত বলেন, ‘প্রধানমন্ত্রী তোমাদের সব দাবি মেনে নিয়েছেন। তোমাদের দাবিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছেন।’ তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীদের বোঝানোর জন্য। যাতে তারা মিস গাইডেড না হয়। ওরা যে রাস্তায় নেমেছে, এটা নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আক্ষেপ নেই। শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। ওরা আমাদের অভিনন্দন জানিয়েছে।’

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন সরকার সমর্থক সংগঠনটির এই দুই নেতা। এ সময় মিরপুর ও জিগাতলা এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নাম উঠে আসায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন সঞ্জিত বলেন, ‘আমরা বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগ কর্মী যদি আপনাদের ওপর কোনো আঘাত হানে, তবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দেব।’

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের কেউ যেন হামলা না চালায়, সেই নির্দেশনা দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানান সঞ্জিত। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ঢাবি ছাত্রলীগ আন্দোলন করবে বলে জানালে শিক্ষার্থীরা তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে আন্দোলনে যাবেন না।

এদিকে ফার্মগেট এলাকায় ঢাকা কলেজ ও বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে সকাল থেকেই শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে পার্শ্ববর্তী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে নামেন। তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজের ছাত্রলীগ সভাপতি কাজী খলিকুর রহমান বলেন, ‘দলের নির্দেশে আমরা সকাল থেকে শিক্ষার্থীদের অবস্থান নেওয়া প্রধান সড়কগুলো মনিটরিং করছি। আমরা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। সরকার তাদের আন্দোলন মেনে নিয়েছে- আমরা সেটি বুঝিয়ে বলছি।’

তিনি বলেন, ‘ফার্মগেট এলাকায় আমাদের প্রায় ৫০ নেতাকর্মী রয়েছেন। সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট নিরসনে আমরা কাজ করছি। আমরা সবাই মিলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি বাতিল করে সড়ক থেকে সরে যাওয়ার জন্য বলছি। কেউ বুঝতে না চাইলে তাকে ভালো করে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।’ শিক্ষার্থীরা যাতে আর সড়ক অবরোধ করতে না পারে সেটিও তারা নজরদারি করবেন বলে জানান ছাত্রলীগের এই নেতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads