• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ধানমন্ডিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

জাতীয়

ধানমন্ডিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

রাজধানীর ধানমন্ডিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

আজ রোববার দুপুরে নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের প্রায় হাজার তিনেক শিক্ষার্থী রোববার দুপুর পৌনে ১টার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়। এ সময় তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবি এবং শিক্ষার্থীদের ওপর হামলা বিচার ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্লোগান দিতে শুরু করে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ের দিকে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সেখানে পুলিশের সঙ্গে অবস্থান নিয়ে হেলমেট পরিহিত একদল যুবককে লাঠিসোটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে দেখা যায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

শিক্ষার্থীদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পড়ে তাদের ওপর হামলা চালাচ্ছে। হামলায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে বলেও দাবি করেছেন তারা।

ডিএমপির রমনা বিভাগের সহকারী কমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, এই শিক্ষার্থীদের শাহবাগ থেকে মিছিল নিয়ে যেতে বাধা দেওয়া হয়নি। কিন্তু তারা ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে এগোতে চাইলে তাদের বারণ করা হয়েছিল; কিন্তু তারা শোনেনি, এজন্য কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads