• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আন্দোলনে উদ্বিগ্ন জাতিসংঘ

জাতিসংঘ

সংরক্ষিত ছবি

জাতীয়

আন্দোলনে উদ্বিগ্ন জাতিসংঘ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

নিরাপদ সড়ক দাবিতে মত প্রকাশ শিক্ষার্থীদের আইনগত অধিকার মন্তব্য করে আন্দোলনে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। গতকাল রোববার এক বিবৃতিতে এ উদ্বেগ জানায় সংস্থাটি। একই দিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।

বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় থেকে বিকাল ৫টায় দেওয়া ওই বিবৃতিতে আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনে সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। নিরাপদ সড়ক চেয়ে মত প্রকাশ করা শিক্ষার্থীদের আইনগত অধিকার। ঢাকার মতো একটি মেগা সিটিতে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সমাধান জরুরি। ঢাকায় চলাচল করা গণপরিবহনগুলো চলাচলে নিরাপদ শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে।

এতে বলা হয়, নিরাপদ সড়কসহ বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী এবং তরুণ সমাজের মত প্রকাশের বিষয়টি তাদের আইনগত একটি অধিকার এবং কোনো প্রকার হুমকি ছাড়াই মত প্রকাশ করতে পারাও তাদের অধিকার। বিশ্বজুড়ে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে জাতিসংঘ অনেক আগে থেকেই প্রচার চালাচ্ছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে নিরাপদ সড়ক দাবিতে শিশু ও ছাত্রদের নেতৃত্বে আন্দোলন পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, গুটিকয়েক ব্যক্তি যেভাবে কাণ্ডজ্ঞানহীনের মতো সম্পদ বিনষ্ট, যেমন বাস ভাঙচুর করেছে তা ক্ষমা করার মতো নয়। তবে নিরাপদ বাংলাদেশের জন্য যে হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছে তাদের ওপর বর্বর হামলা ও সহিংসতা কোনো যুক্তিতেই সমর্থন করা যায় না।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads