• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে রক্তদান কর্মসূচীর উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

জাতীয়

হাজীগঞ্জে রক্তদান কর্মসূচীর উদ্বোধন

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ আগস্ট ২০১৮

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ব্যানারে জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে আজ শনিবার সকালে একটি কমিউনিটি সেন্টারে শোকাহত আগষ্ট উপলক্ষে এ রক্তদান কর্মসূচী, আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ।

দোয়া ও মোনাজাতের পূর্বে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আমাদের মাঝে ঐক্য ছাড়া অন্যকিছুর প্রয়োজন নেই। ঐক্যের বিকল্প কিছুই নেই। তারা বলেন, ঐক্যবদ্ধ হলে না হলে কোন কাজের অগ্রগতি হয়না।

তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হোক, যিনি দলের সকল নেতা-কর্মীদের নিয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

তারা বলেন, বাংলাদেশের স্বপ্ন পূরণে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী যাকেই নৌকা প্রতীক দিয়ে আমাদের কাছে পাঠাবেন, তাকেই আমরা সবাই নির্বাচিত করবো।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইঞ্জি. সফিকুর রহমান, দুদকের সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল অব. এম এইচ সালাহ্ উদ্দিন, জেলা আওয়াম লীগের উপদেষ্টা ড. মোস্তফা কামাল খাঁন, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির মজুমদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন মুশু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুব চৌধুরী প্রমূখ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি ও উপজেলা তরুণ লীগের সভাপতি আবু বকর সিদ্দিক সোহাগের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মুন্সী, পৌর কৃষক লীগের সভাপতি আবুল কালাম, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা ও জাকির হোসেন মিয়া, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফেজ মো. শাহজালাল, বড়কুল পশ্চিম ইউনিয়ন সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাতসহ উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের অন্যান্য নেতারা। এ সময় কয়েক শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads