• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৯ হাজার হজযাত্রী

শনিবার পর্যন্ত এক লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

সংরক্ষিত ছবি

জাতীয়

এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু

সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৯ হাজার হজযাত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

বাংলাদেশ থেকে গত শনিবার পর্যন্ত এক লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আর হজ পালন করতে গিয়ে ৩২ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন নারী ও ২৬ জন পুরুষ। তাদের মধ্যে মক্কায় ২৫, মদিনায় ৫ এবং জেদ্দায় দুজন ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে সম্পূর্ণ টাকা পরিশোধের পরও বেসরকারি হজ এজেন্সির প্রতারণার শিকার হওয়া ৭২৪ হজযাত্রী মধ্যে এক থেকে দেড়শ হজযাত্রীকে আজ সোমবার অথবা আগামীকাল মঙ্গলবার হজে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম জানান, প্রতারণার শিকার হজযাত্রীদের মধ্যে এক থেকে দেড়শজনকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে হজে পাঠানোর চেষ্টা চলছে। ফলে বাদ পড়া অন্যদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। উল্লেখ্য, ১৫ আগস্ট বুধবার বাংলাদেশ থেকে হজের শেষ ফ্লাইট ছেড়ে যাবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রী সৌদি আরবে হজে যাওয়ার কথা ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন। শনিবার রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ থেকে এক লাখ ৯ হাজার ৬৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ছয় হাজার ৭৫৫ জন হজযাত্রী এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন এক লাখ দুই হাজার ৩১২ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫৭টি ও সৌদি এয়ারলাইনসের ১৬৪টিসহ মোট ৩২১টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads