• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শহিদুল আলমের মুক্তি দাবি বিশ্ববরেণ্য ১৩ বিশেষজ্ঞের

সাংবাদিক শহিদুল আলম

সংরক্ষিত ছবি

জাতীয়

শহিদুল আলমের মুক্তি দাবি বিশ্ববরেণ্য ১৩ বিশেষজ্ঞের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ আগস্ট ২০১৮

কারাবন্দি সাংবাদিক শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। খোলাচিঠিতে এ দাবি করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিসসহ ১৩ বিশ্ববরেণ্য ব্যক্তি। মিডিয়াকর্মীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং শহিদুল আলমকে নির্যাতনের সব অভিযোগের নিরপেক্ষ ও কার্যকর তদন্তের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। বিশ্ববরেণ্য ১৩ ব্যক্তির বিবৃতিটি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানে চিঠি আকারে প্রকাশ করা হয়েছে।

বিবৃতিদাতা জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হচ্ছেন মাইকেল ফোর্সট, ডেভিড কাই এবং সিওঙ্গ-ফিল হোং। বিবৃতিতে বলা হয়েছে, ছাত্র বিক্ষোভ নিয়ে সংবাদ মাধ্যমে শহিদুল আলমের সাক্ষাৎকার প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয় গত ৫ আগস্ট। পরদিন তাকে আদালতে তোলা হয়। এ সময় শহিদুল তার ওপর নির্যাতনের চিহ্ন দেখিয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রচারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে রিমান্ডে নেওয়া হয়।

বিশেষজ্ঞরা বিবৃতিতে আরো বলেন, শহিদুল আলমকে গ্রেফতার ও তার ওপর অত্যাচার চরম উদ্বেগের বিষয় (এক্সট্রিমলি ওরিং)। একই কথা বলেছেন মিডিয়ার কর্মীরা ও নাগরিক সমাজের অন্যরাও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দিতে।

এদিকে বাংলাদেশের বিশ্বনন্দিত আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিৎস, ভারতের প্রখ্যাত সমাজকর্মী বিনায়েক সেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ইমেরিটাস ও প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা ডেভিস। অন্যান্যের মধ্যে আছেন ভারতের টাটা ইনস্টিটিউট ফর সোস্যাল স্টাডিজের অ্যাডভান্সড সেন্টার ফর উইমেন স্টাডিজের প্রফেসর ইলিনা সেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিন ইলিয়ট প্রফেসর জুডিথ বাটলার, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের লুইজ হেলেট নিক্সন প্রফেসর ডেভিড পালুম্বো-লিউ, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গায়ত্রী চক্রবর্তী, লেখক অন্তজি ক্রগ ও জিওকন্ডা বেলি, ফ্লোরেন্স ম্যাক্স-প্লাঙ্ক ইনস্টিটিউটের কস্তানা কারাফা, নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফটোগ্রাফির পরিচালক শামুন কমির, ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয় নাসার ইসাম ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিদ্যার প্রফেসর রোজালিন্ড মরিস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads