• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
খালেদা জিয়ার জন্মদিনে সাদামাটা আয়োজন

বিএনপিপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

জাতীয়

খালেদা জিয়ার জন্মদিনে সাদামাটা আয়োজন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ আগস্ট ২০১৮

বিএনপিপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে বাবার কর্মস্থল দিনাজপুরের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ড প্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা জিয়া। ২০০৮ সালের পর দ্বিতীয়বার জন্মদিনে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। দলের শীর্ষ নেত্রীর জন্মদিন উপলক্ষে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনে জন্মদিন উদযাপন না করতে দীর্ঘদিন ধরে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছে আওয়ামী লীগসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। বিগত অনেক বছর ১৫ আগস্টের প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করা খালেদা জিয়া গত দুই বছর তা করেননি। এবার কারাগারে থাকায় বিএনপির কেন্দ্রীয় কার্মসূচিতেও কেক কাটার আয়োজন নেই।

দলের তরফ থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একদিনের দোয়া মাহফিলের কর্মসূচি পালন করবে বিএনপি। আজ বেলা ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল হবে। এছাড়া সারা দেশে জেলা-উপজেলায় খালেদা জিয়ার দীর্ঘায়ু ও আশু রোগমুক্তি কামনায় দোয়া-মাহফিল হবে।

খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে। তার বাবা এস্কান্দার মজুমদার চাকরিজীবী ছিলেন। মা তৈয়বা মজুমদার ছিলেন দিনাজপুরের চন্দনবাড়ির মেয়ে। পাঁচ ভাইবোনের মধ্যে খালেদা তৃতীয়। ১৯৬০ সালের আগস্টে বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালের ৩০ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে বিপথগামী কিছু সেনা সদস্যের হাতে নির্মমভাবে নিহত হওয়ার পর স্বামীর গড়া বিএনপির রাজনীতিতে অভিষেক ঘটে খালেদা জিয়ার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads