• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আন্দোলনকারীদের দমন-পীড়ন বন্ধের আহ্বান অ্যামনেস্টির

লোগো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

সংগৃহীত ছবি

জাতীয়

নিরাপদ সড়ক দাবি

আন্দোলনকারীদের দমন-পীড়ন বন্ধের আহ্বান অ্যামনেস্টির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৯ আগস্ট ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার আন্দোলনকারী ও নাগরিক সমাজের ওপর দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গত শুক্রবার এক বিবৃতিতে সরকারের প্রতি এই আহ্বান জানায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটি।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনে সহিংসতা ও গুজব ছড়ানোর অভিযোগে পুলিশ প্রায় ১০০ জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে।

অ্যামনেস্টির দক্ষিণ এশিয়াবিষয়ক উপপরিচালক ওমর ওয়ারিশ বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষের অবশ্যই এই দমন-পীড়ন বন্ধ করতে হবে, মুক্তি দিতে হবে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের।

সরকারের পদক্ষেপ যেন নাগরিক সমাজের প্রতিনিধিদের মনে এই ভয় না জাগায় যে পরবর্তী সময়ে তাকে গ্রেফতার হতে হবে, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ওপরও জোর দিয়েছে অ্যামনেস্টি।

তথ্যপ্রযুক্তি আইনে আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ক্যাফে মালিক ফারিয়া মাহজাবিনকে গ্রেফতারের নিন্দাও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

বিবৃতিতে তারা বলেছেন, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারাকে যেখানে সরকার নিজেই ত্রুটিপূর্ণ বলে স্বীকার করে নিয়েছে, সেখানে এই ধারাটিরই আবার প্রয়োগ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads