• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ভূমিমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

সংরক্ষিত ছবি

জাতীয়

ভূমিমন্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত

  • পাবনা প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৮

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে আনা হয়েছে। ভূমিমন্ত্রীর ছেলে সাকিবুর রহমান শরীফ মুঠোফোনে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা উচ্চ বিদ্যালয়ের স্কুলমাঠ থেকে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় রওনা দেয়। এয়ার অ্যাম্বুলেন্সে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে ঢাকায় পাঠানো হয়।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, শরীরে জ্বর নিয়ে ভূমিমন্ত্রী ঈদের আগে ঢাকা থেকে ঈশ্বরদীতে আসেন। ঈদের দিন বৃষ্টিতে ভিজে নিজ গ্রামের বাড়ি উপজেলার লক্ষ্মীকুণ্ডায় ঈদের নামাজ পড়ে এলাকাবাসীর সঙ্গে ঈদের কুশল বিনিময় করেন তিনি। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর বেড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

ভূমিমন্ত্রীর ছেলে সাকিবুর রহমান শরীফ জানান, তার বাবা জ্বরে আক্রান্ত ছিলেন। জ্বর বেড়ে যাওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্ত পরীক্ষার পর জানা গেছে তার ডেঙ্গু হয়েছে। এ ছাড়া শরীরে অন্যান্য পরীক্ষাও করা হচ্ছে। বাবার সুস্থতায় সবার দোয়া চেয়েছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads