• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

সংগৃহীত ছবি

জাতীয়

ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ আগস্ট ২০১৮

ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ঈদের ছুটি শেষে শনিবার সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ ঘাটে কর্মজীবী মানুষের ভির ছিলো লক্ষ করার মতো।

যাত্রীদের কিছু অভিযোগ থাকলে স্বজনদের সাথে ঈদ উদযাপক করতে পেরে চোখে-মুখে আনন্দের ছাপ লক্ষ করা গেছে।

এদিকে, কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল সহ বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরত যাত্রিদের ভিড় ছিল অনেক । তবে আসতে কোন সমস্যা হয়নি বলেন জানান যাত্রীরা। আগামীকাল ভোরে লঞ্চে ভিড় আরও বেশি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কোন প্রকার ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফিরতে পেরে সন্তোষ প্রকাশ করছেন যাত্রীরা। ঘরে ফেরার সময় যে বিলম্ব যাত্রা, যানজট বা বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীদের ছিল কর্মস্থলে ফেরার সময় তার কিছুই ছিল না বলেও জানান তারা।

তবে রাজধানীর আপন রূপে ফিরতে এখনও সময় লাগবে। কারণ অনেকেই ঈদের সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করেছেন। তাই রাজধানী তার আপন রূপে ফিরতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে।

এদিকে ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি শেষে আজ থেকে খুলেছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। আগামীকাল রোববার থেকে সরকারি অফিসে কাজ শুরু হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads