• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কুশল বিনিময়ে দিন পার

সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করছেন নৌমন্ত্রী শাজাহান খান

ছবি -বাংলাদেশের খবর

জাতীয়

সচিবালয়ে ঈদের আমেজ

কুশল বিনিময়ে দিন পার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গতকাল রোববার খুলেছে অফিস আদালত ব্যাংক বীমা। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ বিভিন্ন দফতরে এদিন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম দেখা গেছে। দর্শনার্থী অনেক কম থাকায় যারা কাজে যোগ দেন প্রায় দিনভরই তাদের সময় কাটে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে।

ঈদুল আজহা উপলক্ষে গত ২১, ২২ ও ২৩ আগস্ট ছুটি ছিল। ২৪ ও ২৫ আগস্ট ছিল সাপ্তাহিক ছুটি। তাই টানা পাঁচ দিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা। আবার অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটির সঙ্গে বাড়তি কয়েক দিন ছুটি নিয়েছেন। তারা এখনো ঢাকা ফেরেননি। 

এমন পরিস্থিতিতে ছুটির পর গতকাল প্রথম কার্যদিবসে সচিবালয়ে ছিল ঈদের আমেজ। সচিবালয়ের বারান্দা, সিঁড়ি, লিফট সর্বত্রই চলে ঈদ শুভেচ্ছা বিনিময়। একে অপরকে দেখামাত্রই বুকে জড়িয়ে ধরেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীরাও অফিসে এসেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের কেউ কেউ কোলাকুলি ও করমর্দন করেন। কোনো কোনো মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের এক কক্ষে জড়ো হয়ে কুশল বিনিময় করতে দেখা যায়।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী তাদের নির্বাচনী এলাকায় ঈদ করেন। তারপরও কয়েকজন মন্ত্রী প্রথম দিনই সকাল সকাল অফিসে পৌঁছান। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে পৌনে ১০টার দিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০টায় মন্ত্রণালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কাছাকাছি সময়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় তিনি সবাইকে মিষ্টিমুখ করান। এ ছাড়া ছুটির পর প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads