• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় কবির সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়

ছবি: বাসস

জাতীয়

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ আগস্ট ২০১৮

যথাযোগ্য মর্যাদায় আজ ১২ ভাদ্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে তাঁর পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়। এক পর্যায়ে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি।

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী পালনে আজ রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় নানা কর্মসূচি নেয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠন। সকাল সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যায়ের পক্ষ থেকে কবির সমাধিতে পুস্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদসহ বিশ্ববিদালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা পর পর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও হলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্টরা পুস্পার্ঘ অর্পণ করেন।   

সমাধি প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবি স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। উপ-উপাচার্য কবি ড. মুহম্মদ সামাদ এতে সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সংগীত বিভাগের শিক্ষক টুম্পা সমদ্দার, অধ্যাপক ড. মোহসিনা আখতার খানম (লীনা তাপসী), অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও অধ্যাপক আখতার কামাল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত পরিবেশন করেন শিল্পী খায়রুল আনাম শাকিল, শিল্পী ইয়াকুব আলী খান, শিল্পী লীনা তাপসী ও ঢাবির সংগীত দলের শিল্পীরা। কাজী নজরুলের কবিতাও আবৃত্তি করা হয়।

কবির সমাধিতে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় নেতা সাহারা খাতুন, দিপু মণি প্রমুখ। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাবির উপ-উপাচার্য, ঢাবি শিক্ষক সমিতি, বাসদ (মার্কসবাদী), বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ, গণ গ্রন্থাগার, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রোকেয়া হল, মহিলা আওয়ামী লীগ, বিএনপি, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ, ঢাবি একাত্তর হল, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, জাতীয় গ্রন্থ কেন্দ্র, ঢাকা মহানগর আওয়ামী লীগ, কপি রাইট অধিদফতর, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হল, শহীদ সার্জেন্ট জহিরুল হক হল, ঢাবি অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

কবির স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এতে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। পরে বিভিন্ন শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করেন। দিবসটি উপলক্ষে বিটিভির পাশাপাশি বেসরকারি চ্যানেলগুলো কবির ওপর নানা অনুষ্ঠান সম্প্রচার করে। জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমগুলো কবির ওপর বিশেষ সংবাদ ও নিবন্ধ পরিবেশন করে।  

কুমিল্লা প্রতিনিধি জানান, জাতীয় কবির প্রয়াণ দিবসে নানা আয়োজন ছিল বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের। সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ‘চেতনায় নজরুল’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে। পরে জেলা প্রশাসন, নজরুল ইন্সটিটিউট ও নজরুল পরিষদের আয়োজনে ধর্মসাগরের পাড়ে নজরুল ইন্সটিটিউটে চিত্রাঙ্কন, নজরুল সঙ্গীত, হামদ, নাত ও আবৃত্তি প্রতিযোগিতা হয়। বিকালে নজরুল ইন্সটিটিউটে আলোচনা সভা, দোয়া-মোনাজাত, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ করা হয়। 

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২টায় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এএইচএম মোস্তাফিজুর রহমান।  পরে প্রশাসনিক ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে কবির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads