• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
আহত শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সংগৃহীত ছবি

জাতীয়

আহত শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ওবায়দুল কাদের

  • বাসস
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

সড়ক দুর্ঘটনায় আহত শিশু আঁচিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বুধবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসাধীন আঁচিয়ার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ, গত ২১ আগস্ট ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আঁচিয়ার মা নাহিদা ইসলাম নুপুর এবং পরিবারের আরেক সদস্য নিহত হন।

এসময় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের অক্সিজেন মোড়ের ক্ষূদ্র ব্যবসায়ী আজগর আলীর চিকিৎসার দায়িত্বও নেন মন্ত্রী।
এছাড়াও ওবায়দুল কাদের আজ সকালে নোয়াখালী জেলার কবিরহাট পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ সদস্য আলাবক্স তাহের টিটু’র অসুস্থ মাকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-পঙ্গু হাসপাতালে যান ।

এসময় তিনি চিকিৎসাধীন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবদুল্লাহর চিকিৎসারও খোঁজখবর নেন।
মন্ত্রী অসুস্থ রোগিদের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads