• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আজ থেকে মিলবে ১০ টাকা কেজিতে চাল

প্রতীকী ছবি

জাতীয়

আজ থেকে মিলবে ১০ টাকা কেজিতে চাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ সেপ্টেম্বর ২০১৮

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আজ শনিবার থেকে ৫০ লাখ পরিবারের মধ্যে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হবে। খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেন, প্রতি মাসে পরিবারপ্রতি ৩০ কেজি করে মোট ৫০ লাখ পরিবারকে এ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে। এতে পরিবার প্রতি ৫ জন হিসেবে প্রায় আড়াই কোটি মানুষ বছরে ৫ মাস এ সুবিধা পাবেন।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিরন্ন মানুষের জন্য ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচি উদ্বোধন করেন। নীতিমালা অনুযায়ী  প্রতিবছরের মার্চ-এপ্রিল এবং সেপ্টেম্বর-অক্টোবর ও নভেম্বর এ ৫ মাস ৫০ লাখ হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হয়। দেশে ২৮ আগস্ট পর্যন্ত ১,৫৮৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত ছিল। এর মধ্যে চাল ১,৩৩৪ লাখ মেট্রিক টন ও গম ২৫০ লাখ মেট্রিক টন। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ তিন মাসে প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন চাল ১০ টাকা কেজি ধরে বিক্রি করা হবে।

খাদ্যমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে চাল বিক্রির জন্য উপকারভোগীর ৫০ লাখ কার্ড দেওয়া হয়েছে। কার্ডধারীদের মধ্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিক্রি করা হবে। দেশের ৬৪ জেলার ৫০ লাখ দরিদ্র মানুষ বছরে পাঁচ মাসের জন্য এ কর্মসূচির সুফল পেয়ে আসছেন।

কামরুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটিতে জনপ্রতিনিধিরাও রয়েছেন। তারাই হতদরিদ্র পরিবারের সংখ্যা ঠিক করে তাদের কার্ড দিয়েছে। কার্ডধারীরা নীতিমালা অনুযায়ী চাল পেয়ে থাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads