• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পূজা ও আরাধনায় শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি পালন

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে গতকাল সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীতে শোভাযাত্রা বের করেন

ছবি -মিজানুর রহমান খান

জাতীয়

পূজা ও আরাধনায় শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি পালন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ সেপ্টেম্বর ২০১৮

দুষ্টের দমন শিষ্টের পালন করলেও কখনো তিনি বংশীধারী মদনমোহন। জীবনের মর্মে যিনি শেখান মনুষ্যত্বের ধর্ম, কর্মে চেনান সত্যের প্রকাশ, আবার সৃষ্টি স্থিতিতে তিনি প্রলয়ের যুগসন্ধিক্ষণ। যুগ যুগ ধরে তাই সৎ প্রেম আর সুন্দরের মধ্য দিয়েই সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করেন দ্বাপর যুগের অবতার শঙ্খ-চক্র-গদা-পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণকে। পূজা, আরাধনা ও আনন্দ শোভাযাত্রার বর্ণাঢ্য আয়োজনে রাজধানীসহ সারা দেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি পালিত হয়েছে গতকাল রোববার। পুণ্যতিথি মহাষ্টমীতে ভক্তরা দিনভর শরণাগতদের পরিত্রাণ আর ঔদ্ধত্যদের সংহার করে পৃথিবীকে শান্তি ও সম্প্রীতিতে ভরিয়ে তোলার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রার্থনা করেছেন।

জন্মাষ্টমী উপলক্ষে রোববার সকালে মঙ্গল আরোতির আলোকচ্ছটা, পদাবলি কীর্তনের সুর আর আনন্দ শোভাযাত্রায় কৃষ্ণ কৃষ্ণ নাম সঙ্কীর্তনে মেতে ওঠেন ভক্তরা। ঢাকায় এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির প্রথম দিন গতকাল রোববার সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞের মাধ্যমে শুভ সূচনা হয়। বিকাল ৩টায় শতাধিক ঢাক-ঢোল, সুসজ্জিত হাতিটানা রথ, জাতীয় পতাকা ও সংগঠনের পতাকাবাহী ঘোড়া, মনোরম দৃশ্যপট নিয়ে বর্ণিল সাজে সজ্জিত তিন শতাধিক গাড়িবহরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মঠ-মন্দিরের লক্ষাধিক ভক্তের মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল অনুষ্ঠিত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির উপস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন মিছিলটির উদ্বোধন করেন। পরে মিছিলটি পলাশী থেকে যাত্রা করে জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন রোড, গোলাপ শাহ মাজার, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায় সাহেববাজার হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। ঢাকেশ্বরী মন্দিরে রাতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের পূজা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads