• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে শুরু হল সাফ চ্যাম্পিয়নশিপ

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট

ছবি : সংগৃহীত

জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে শুরু হল সাফ চ্যাম্পিয়নশিপ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ সেপ্টেম্বর ২০১৮

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ সম্প্রচারের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক বাণিজ্যক কার্যক্রম শুরু হয়েছে। 

বাংলাদেশিদের সাফ ফুটবলের প্রতি আকর্ষণ প্রতিবারই একটু বেশি থাকে। কেননা এ খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ ফুটবল টিম। তবে অন্যান্যবারের তুলনায় এবারের আগ্রহটা একটু বেশি থাকবে। কেননা এবার সাফ চ্যাম্পিয়নশিপের খেলা সম্প্রচার করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

যুক্তরাষ্ট্র থেকে সুদূর আকাশে উড়াল দেয়ার  প্রায় সাড়ে ৩ মাস পর এ সফলতা আসলো। বিষয়টি নিশ্চিত করেছেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ। 

তিনি বলেন, বিমসটেক সম্মেলন নিয়ে গত পরশু দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিং সম্প্রচারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের টিভি সম্প্রচার শুরু হয়। প্রথমবারের মতো ওই অনুষ্ঠানের ডাউনলিঙ্ক করা হয়। আর আজকে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)চ্যাম্পিয়নশিপ সম্প্রচার হবে। দেশের বেসরকারি টিভি চ্যানেল নাইন ডাউনলিঙ্ক করবে। বিটিভিতেও তা প্রচার করা হবে।

কিন্তু কেন বিষয়টি গণমাধ্যমে জানানো হয়নি- প্রশ্ন করা হলে তিনি বলেন, পুরোপুরি টেস্ট করার জন্য আমরা কাউকে কিছু বলিনি। তবে এখন প্রমাণিত যে- দেশের গর্ব বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই টিভি সম্প্রচার শুরু হয়েছে।

গত ১২ মে বাংলাদেশ সময় মধ্যরাতে মহাকাশ পানে তীব্র গতিতে ছুটে যায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের ১০ দিন পর তার নিজস্ব অবস্থানে (অরবিট স্লট) পৌঁছে। গত সাড়ে ৩ মাস ধরে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের কাছ থেকে কেনা হলেও এটি পরিচালিত হবে গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন থেকে। এর জন্য মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি প্রতিনিধি দলকে প্রশিক্ষিত করে প্রস্তুত করা হয়েছে। তবে মূল তত্ত্বাবধানে প্রথম তিন বছর সহায়তা করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট বিক্রেতা প্রতিষ্ঠানটি।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, স্যাটেলাইটটি প্রতি ২৪ ঘণ্টায় ৩৬ হাজার কিলোমিটার উচ্চতায় একবার পৃথিবী পরিক্রমণ করবে।

এবার সাফের ১২তম আসরের পর্দা উঠেছে ঢাকায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় প্রথম খেলায় মুখোমুখি হয়েছে নেপাল ও পাকিস্তান। সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচারের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি।

এদিকে সন্ধ্যা ৭টায় দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিয়েছে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads