• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশের নাম

বিশ্বে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের ধনীরা

সংগৃহীত ছবি

জাতীয়

দ্রুত বড়লোক হচ্ছেন বাঙালিরা

সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে বাংলাদেশের নাম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকায় শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশের ধনীরা। সম্প্রতি সম্পদ গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথএক্সের ‘ওয়ার্ল্ড আল্ট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছর ধরেই বিশ্বের ধনীদের সম্পদ বৃদ্ধিতে এগিয়ে বাংলাদেশিরা। রিপোর্টে বলা হয়, গত বছর এশিয়ার ধনীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ শতাংশে এবং তাদের সম্পদ যুক্তরাষ্ট্রের ধনীদের চেয়ে দ্বিগুণ গতিতে বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৭ শতাংশে। এশিয়ার দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ধনীদের সম্মিলিত অর্থের পরিমাণ ৮ দশমিক ৩৬৫ ট্রিলিয়ন ডলার। আগামী পাঁচ বছর এশিয়ায় ধনীর সংখ্যা আরো ৮ দশমিক ৩ শতাংশ বাড়বে বলেও জানানো হয় রিপোর্টে। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, হংকং এবং ভারতেও উল্লেখযোগ্য সংখ্যক ধনী রয়েছে এবং তাদের সম্পদের পরিমাণ দ্রুত বাড়ছে। তবে তাদের তুলনায় বাংলাদেশের ধনীদের সম্পদ বাড়ছে আরো দ্রুতগতিতে। ‘ওয়েলথ অ্যান্ড ইনভেস্টেবল অ্যাসেটস মডেল’ ব্যবহার করে করা প্রতিবেদনটিতে বলা হয়, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশে ধনীদের সম্পদের বার্ষিক প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ৩ শতাংশ। সম্পদের দ্রুত বৃদ্ধি বিবেচনায় বাংলাদেশের পরেই চীনের অবস্থান। দেশটিতে ধনীদের সম্পদ বৃদ্ধির বার্ষিক হার ১৩ দশমিক ৪ শতাংশ। এর পরই আছে ভিয়েতনামের ধনীরা, যাদের সম্পদ বৃদ্ধির হার ১২ দশমিক ৭ শতাংশ। কিন্তু ভারতের ধনীদের সম্পদের পরিমাণ বার্ষিক ১০ দশমিক ৭ শতাংশ হারে স্ফীত হচ্ছে। ভারতের পরেই আছে হংকং, আয়ারল্যান্ড, ইসরাইল, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র।

উন্নত অর্থনীতি এবং শেয়ারবাজারের ঊর্ধ্বগামী প্রবণতার কারণে বিশ্বে ধনীদের সম্পদের পরিমাণ দ্রুত বাড়ছে। ২০১৬ সালেও যেখানে সম্পদ বৃদ্ধির হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ, সেখানে ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ১২ দশমিক ৯ শতাংশে। তবে এশিয়ার ধনীদের সম্পদের প্রবৃদ্ধি বাড়ার পেছনে অর্থনৈতিক, উৎপাদনমুখী এবং কারিগরি শিল্পপ্রতিষ্ঠান ব্যাপক ভূমিকা পালন করছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংকের ‘ইমাজিনিং এশিয়া ২০২০’ শীর্ষক রিপোর্টে বলা হয়, বর্তমানে এশিয়ার মধ্যবিত্তের সংখ্যা প্রায় ৫২৫ মিলিয়ন। আগামী এক দশকে যা বেড়ে এক দশমিক ৭৪ বিলিয়নে পৌঁছাবে।

সূত্র: সিএনবিসি, ওয়েলথএক্স রিপোর্ট ২০১৮

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads