• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
আশুরার মিছিলে ধারালো অস্ত্র-দাহ্য পদার্থ নিষিদ্ধ : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া

সংগৃহীত ছবি

জাতীয়

আশুরার মিছিলে ধারালো অস্ত্র-দাহ্য পদার্থ নিষিদ্ধ : ডিএমপি কমিশনার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ সেপ্টেম্বর ২০১৮

আসন্ন পবিত্র আশুরায় জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।  এরপরেও কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ পুলিশের পোশাকে ও সাদা পোশাকে নিরাপত্তা রক্ষার কাজ করবে। এজন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।  আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র আশুরা পালন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা জানান ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ঘিরে সুস্পষ্ট হুমকি নেই। তবে সম্ভাব্য সব ধরনের হুমকি বিবেচনায় পূর্বপ্রস্তুতি রয়েছে। পুলিশের পাশাপাশি সাদাপোশাক, গোয়েন্দা পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াত টিম প্রস্তুত থাকবে।

তিনি বলেন, তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিনকারি ব্যাগ বহন নিষিদ্ধ। মিছিলে আতশবাজি এবং পটকাও ফাটানো যাবে না। কোনো ধরনের ধাতব ও দাহ্য পদার্থ নিয়ে তাজিয়া মিছিলে অংশ নেওয়া যাবে না। এছাড়া ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না।

পরিদর্শনের সময়ে ডিএমপি কমিশনারের সঙ্গে ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায়, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, মফিজ উদ্দিন আহমেদ, উপকমিশনার (সিটি) প্রলয় কুমার জোয়ারদার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads