• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নির্বাচনের ৩ মাস আগে ১০ জেলায় নতুন ডিসি

লোগো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার

জাতীয়

নির্বাচনের ৩ মাস আগে ১০ জেলায় নতুন ডিসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ সেপ্টেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস আগে সরকার জেলা প্রশাসক পদে প্রথম দফায় বড় ধরনের পরিবর্তন আনল। ফলে ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বরগুনা, পিরোজপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নড়াইল, নাটোর, চুয়াডাঙ্গা, মাগুরা, সাতক্ষীরা ও বগুড়ায় ডিসি নিয়োগ দিয়ে আদেশ জারি হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি কয়েকজন উপসচিব পদের জেলা প্রশাসক পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হওয়ায় তাদের বদলি করে অন্যান্য দফতরে পদায়ন করা হয়। কিন্তু অন্য একটি সূত্র বলেছে, যে ১০ জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে তার সব কয়টিতে ডিসিরা পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হননি। তবু সরকার তাদের সরিয়ে দিয়ে নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদোন্নতি দিয়েছে।

১০ জেলার ডিসি পরিবর্তনে ৯ জনই উপসচিব পদমর্যাদার। তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি হয়নি। তাদের বিভিন্ন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জেলা প্রশাসক পর্যায়ে এটাই বড় ধরনের নিয়োগ। শিগগিরই আরো কয়েকটি জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন। সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসকরা আগামী সপ্তাহে সংশ্লিষ্ট জেলায় দায়িত্ব নিতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে সংযুক্ত উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুর, পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হায়াত-উদ-দৌলা খানকে ব্রাহ্মণবাড়িয়া, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলামকে টাঙ্গাইল, স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপসচিব আঞ্জুমান আরাকে নড়াইলের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ গোলামুর রহমানকে নাটোর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব গোপাল চন্দ্র দাসকে চুয়াডাঙ্গা, স্বাস্থ্যসেবা বিভাগে সংযুক্ত উপসচিব মো. আলী আকবরকে মাগুরা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এসএম মোস্তফা কামালকে সাতক্ষীরা এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর একান্ত সচিব ফয়েজ আহমেদ বগুড়ার জেলা প্রশাসক হিসেবে নিয়াগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বরগুনার ডিসি মো. মোখলেছুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব, পিরোজপুরের ডিসি আবু আহমেদ সিদ্দিককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব, ব্রাহ্মণবাড়িয়ার ডিসি রেজওয়ানুর রহমানকে বিদ্যুৎ বিভাগের উপসচিব, নড়াইলের ডিসি মো. ইমদাদুল হক চৌধুরীকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, নাটোরের ডিসি শাহিনা খাতুনকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার ডিসি জিয়া উদ্দিন আহমেদকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব, সাতক্ষীরার ডিসি মোহাম্মদ ইফতেখার হোসেনকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব এবং বগুড়ার ডিসি মোহাম্মদ নূরে-আলম সিদ্দিকিকে স্বাস্থ্যসেবা বিভাগে বদলি করা হয়েছে। তবে টাঙ্গাইলের ডিসিকে পদায়ন করে কোনো আদেশ জারি করা হয়নি। তিনি সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এ ছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads